‘নৃত্যময়’ আয়োজিত দেশব্যাপী নৃত্য প্রতিযোগীতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের নৃত্য বিভাগ দলীয় লোক নৃত্যে তৃতীয় স্থান অর্জন করেছে। একক লোক নৃত্যে সেরা দশে ৪র্থ স্থান অর্জন করেছে অনুসুয়া মল্লিক হৃদি। সৃজনশীল নৃত্যে সেরা দশে জায়গা করে নিয়েছে উপমা দে পায়েল (৩য়), ঋষি তালুকদার (৫ম) এবং আয়ুশী দেব (১০ম)।
এছাড়াও যোগসূত্র কলা কেন্দ্র আয়োজিত সারাদেশব্যাপী নৃত্য প্রতিযোগীতার আয়োজন করে। চূড়ান্ত পর্যায়ে ভরতনাট্যম নৃত্যে ক বিভাগে দ্বিতীয় ও উপমা দে সেরা সাত এ ৫ম স্থান অর্জন করেছে। তাদের অভাবনীয় সাফল্যে সাংস্কৃতিক অঙ্গনে কক্সবাজারের সুনাম বৃদ্ধি পেয়েছে। এই সাফল্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি খোরশেদ আলম ও সাধারন সম্পাদক মনির মোবারক।
বার্তা পরিবেশক: 

























