ক্রীড়া সংগঠক হিসাবে পার্বত্য অঞ্চলে অবদান রাখায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা ওরফে ছোট।
সোমবার প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস তাঁর কার্যালয়ের শাপলা হলে উসাই মং মার্মাসহ ১২ তরুণকে স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছিল এ অনুষ্ঠানের আয়োজক।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ১২ তরুণকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কারের মধ্যে ছিল এক লাখ করে টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন।
জানা গেছে- নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা ওরফে ছোট বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য। তিনি শুধু ফুটবল মাঠে নয় সমাজসেবাতেও সমান সক্রিয়। তাঁর হাত ধরে নাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠা পাওয়া সম্প্রীতি যুব ফুটবল একাডেমী, পাহাড় ও সমতলকে গেঁথেছে একসাথে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার গ্রহণের পর মুঠোফোনে উসাই মং মার্মা বলেন- ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। আজকে বাবাকে খুবই মনে পড়ছে। যতদিন বেঁচে থাকবো ক্রীড়ার পাশাপাশি সমাজসেবায় কাজ করে যাব।’
নাইক্ষ্যংছড়ি ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক মাওলানা আজিজুল হক বলেন- ‘উসাই মং মার্মা বান্দরবানবাসীর জন্য অহংকার। তার বদৌলতে সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ক্রীড়া জগৎ দিন দিন এগিয়ে যাচ্ছে।’