ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীলখালীতে র‌্যাবের অভিযান: জিম্মিদশা থেকে ২৪ জনকে উদ্ধার চুরি হওয়া রামুর আল-আমিন স্টোরের ১২ লাখ টাকার মালামালসহ ৩ চোর আটক ঐকমত্য কমিশন ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন পিটি স্কুল থেকে অ’প’হৃ’ত ব্যবসায়ী আলমগীর সাবরাং থেকে উদ্ধার: আটক ১ বাংলাদেশের প্রথম ‘কার্বন নিরপেক্ষ’ শিশু রুহাব ভারতের অন্ধ্র উপকূলে মোনথার আঘাত, ১ জনের মৃত্যু রাজনীতি চরিত্র বদলায়, কাহিনী বদলায় না ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার একলাফে সাড়ে ১০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নিখোঁজের ২৫ ঘণ্টা পর বাঁকখালি নদী থেকে ইব্রাহিমের ম’র’দে’হ উদ্ধার কক্সবাজারে আন্তর্জাতিক কোনো ফ্লাইট-জরুরি অবতরণও নিষেধ যে কারণে.. সাগরজলে নারী পর্যটকের গোসলের ভিডিও ধারণ, টিকটকার গ্রেফতার কালারমারছড়ায় পুলিশের অভিযান: অস্ত্রসহ আটক ৩ মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ

স্ত্রীকে ধর্ষণের কারনেই কি স্বামী রঞ্জন কে খুন করলো ঘাতক বিরেল!

স্বামী রঞ্জন চাকমার মরদেহ জড়িয়ে কান্না করছে হতভাগা স্ত্রী। তার স্বামীকে জবাই করে হ’ত্যা করা হয়েছে। হ’ত্যা করে পালিয়ে যাবার সময় স্থানীয় কয়েকজন হাতে র’ক্ত দেখে ঘা”তককে ধরে ফেলে।

ঘা”তক বিরেল চাকমা। সে নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রীর পূর্ব পরিচিত। তাদের সকলের বাড়ি রাঙ্গামাটি। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিরেল কয়েকমাস ধরে কক্সবাজারের ঝিলংজার উত্তরণ আবাসিকের ভেতরে ভাড়া থাকে।আর নিহত রঞ্জন ওনতার স্ত্রী রাঙ্গামাটি থেকে আনারস নিয়ে কক্সবাজারে আসে বিক্রির উদ্দেশ্যে। পরিচয়ের সুবাদে আশ্রয় নেন পরিচিত ঘা”তক বিমলের বাসায়।

স্থানীয়রা বলছেন,শনিবার রাতে সবাই একসাথে ম”দপান করছিলেন। এর ফাঁকে পাশের আরেক কক্ষে বিরেল রঞ্জনের স্ত্রীকে ধ’র্ষ’ণ করতে গেলে স্ত্রী সেখান থেকে দৌঁড়ে স্বামী রঞ্জনকে বিষয়টি জানালে বাকবিতন্ডা হয় কিছু সময়। পরে রঞ্জন চাকমাকে ছুরি দিয়ে জ”বাই করে খু”ন করে ঘা”তক বিরেল।

খু”নের পর হ”ত্যা’কারী বিরেল পালাচ্ছিলো ব্যাগ নিয়ে, র”ক্তমাখা হাত দেখে কয়েকজন স্থানীয় তাকে আটকালে বাড়িতে গিয়ে দেখে জ”বাই করা র”ক্তা’ক্ত ম’রদেহ, তার পাশে অ’র্ধন’গ্ন অবস্থায় বিলাপ করছেন স্ত্রী। পরে হ”ত্যাকারী স্বীকার করে সেই খু’ন করেছে। এমনটিই জানিয়েছেন স্থানীয় এবং নিহতের স্ত্রী।

পুলিশ ঘটনাস্থল গেলে ঘা”ত’ককে গ্রেফতার করে এবং ম’র”দেহ ম’র্গে প্রেরণ করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান,মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ঘাতক থানা হাজতে আছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তিনি জানান,ঘাতক মদ্যপ ছিলেন।ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

একটি সূত্র বলছে, ঘাতক বিরেল চাকমা ও রঞ্জন চাকমা স্থানীয় সুপারির বাগানে চাকুরী করে,আবার আরেকটি সূত্র বলছে রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙ্গামাটি থেকে আনারস এনে কক্সবাজারে বিক্রি করে।

স্থানীয়রা বলছে স্ত্রীকে ধর্ষণ করতে গেলেই বাকবিতণ্ডা এবং রঞ্জন কে খুন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

স্ত্রীকে ধর্ষণের কারনেই কি স্বামী রঞ্জন কে খুন করলো ঘাতক বিরেল!

আপডেট সময় : ০৪:২৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

স্বামী রঞ্জন চাকমার মরদেহ জড়িয়ে কান্না করছে হতভাগা স্ত্রী। তার স্বামীকে জবাই করে হ’ত্যা করা হয়েছে। হ’ত্যা করে পালিয়ে যাবার সময় স্থানীয় কয়েকজন হাতে র’ক্ত দেখে ঘা”তককে ধরে ফেলে।

ঘা”তক বিরেল চাকমা। সে নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রীর পূর্ব পরিচিত। তাদের সকলের বাড়ি রাঙ্গামাটি। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিরেল কয়েকমাস ধরে কক্সবাজারের ঝিলংজার উত্তরণ আবাসিকের ভেতরে ভাড়া থাকে।আর নিহত রঞ্জন ওনতার স্ত্রী রাঙ্গামাটি থেকে আনারস নিয়ে কক্সবাজারে আসে বিক্রির উদ্দেশ্যে। পরিচয়ের সুবাদে আশ্রয় নেন পরিচিত ঘা”তক বিমলের বাসায়।

স্থানীয়রা বলছেন,শনিবার রাতে সবাই একসাথে ম”দপান করছিলেন। এর ফাঁকে পাশের আরেক কক্ষে বিরেল রঞ্জনের স্ত্রীকে ধ’র্ষ’ণ করতে গেলে স্ত্রী সেখান থেকে দৌঁড়ে স্বামী রঞ্জনকে বিষয়টি জানালে বাকবিতন্ডা হয় কিছু সময়। পরে রঞ্জন চাকমাকে ছুরি দিয়ে জ”বাই করে খু”ন করে ঘা”তক বিরেল।

খু”নের পর হ”ত্যা’কারী বিরেল পালাচ্ছিলো ব্যাগ নিয়ে, র”ক্তমাখা হাত দেখে কয়েকজন স্থানীয় তাকে আটকালে বাড়িতে গিয়ে দেখে জ”বাই করা র”ক্তা’ক্ত ম’রদেহ, তার পাশে অ’র্ধন’গ্ন অবস্থায় বিলাপ করছেন স্ত্রী। পরে হ”ত্যাকারী স্বীকার করে সেই খু’ন করেছে। এমনটিই জানিয়েছেন স্থানীয় এবং নিহতের স্ত্রী।

পুলিশ ঘটনাস্থল গেলে ঘা”ত’ককে গ্রেফতার করে এবং ম’র”দেহ ম’র্গে প্রেরণ করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান,মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে, ঘাতক থানা হাজতে আছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

তিনি জানান,ঘাতক মদ্যপ ছিলেন।ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

একটি সূত্র বলছে, ঘাতক বিরেল চাকমা ও রঞ্জন চাকমা স্থানীয় সুপারির বাগানে চাকুরী করে,আবার আরেকটি সূত্র বলছে রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙ্গামাটি থেকে আনারস এনে কক্সবাজারে বিক্রি করে।

স্থানীয়রা বলছে স্ত্রীকে ধর্ষণ করতে গেলেই বাকবিতণ্ডা এবং রঞ্জন কে খুন করা হয়।