আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ শুক্রবার। বিকেল ৫ টা ৪০ মিনিটে বিমান যোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে উপদেষ্টার।
কক্সবাজার পৌঁছে উখিয়ার ইনানী তে অবস্থিত বে ওয়াচ হোটেলে অবস্থান করবেন এবং শনিবার সকাল ১০ টায় একই হোটেলে লেজিসলেচিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং ইউএনডিপি আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ সংশোধন বিষয়ক পরামর্শ কর্মশালায় যোগ দেবেন।
শনিবার দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ আকাশ পথে কক্সবাজার ছেড়ে যাবেন বলে উপদেষ্টার একান্ত সচিব মো: শামসুদ্দিন মাসুম প্রেরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।