জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলা সংগঠক খালিদ বিন সাঈদ। জুলাই গনঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই নেতা দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। টিটিএন এর কাছে পাঠানো বার্তায় তিনি লিখেছেন, প্রাণ প্রকৃতির সেবায় নিজেকে আমৃত্যু নিয়োজিত করবেন। তিনি দলছাড়ার কারন হিসেবে ব্যবসায়িক চাপ,পারিবারিক বাস্তবতা,প্রাণ প্রকৃতির প্রতি পিছুটান,ছিন্নমূল নিষ্পাপ অবহেলিত পশু প্রাণির সেবার প্রতি দীর্ঘদিনের সৎ মানসিকতার কথা উল্লেখ করেন। তবে ভবিষ্যতে জুলাইয়ের প্রয়োজনে নিজের জীবন কুরবানি দিতে রাজি বলেও মন্তব্য করেন খালেদ।
টিটিএন এর কাছে পাঠানো বার্তাটি খালেদ বিন সাঈদ তাঁর ফেসবুক ওয়ালেও উন্মুক্ত করেছেন।
লেখাটি হুবুহু প্রকাশ করা হলো।
আস্সালামুআলাআকুম,
আশাকরি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন!! দীর্ঘদিনের চিন্তা,ভাবনা,আত্মপর্যালোচনা পরবর্তী এই সিদ্ধান্ত গ্রহণ করিলাম যে প্রাণ প্রকৃতির সেবায় নিজেকে আমৃত্যু নিয়োজিত রাখতে চাই,
তাই আত্মপর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির মাঠ থেকে সরে আসার ।
জুলাই অভূত্থান পরবর্তী শহীদ পরিবারের মা বাবা ভাই-বোনের আহাজারি,আহত,পঙ্গু,চোখ হারানো ভাই বোনদের কষ্ট সংগ্রাম দেখে স্ব প্রনোদিত হয়ে জুলাই আন্দোলন পরবর্তী সকল সংগঠনের সাথে নিজেকে যুক্ত করেছিলাম । কিন্তু ব্যবসায়িক চাপ,পারিবারিক বাস্তবতা,প্রাণ প্রকৃতির প্রতি পিছুটান,ছিন্নমূল নিষ্পাপ অবহেলিত পশু প্রাণির সেবার প্রতি দীর্ঘদিনের সৎ মানষিকতা আমাকে রাজনৈতিক সংগঠন থেকে সরে আসতে মনের আকুতি জানাচ্ছে ।
পরিশেষে আমার জুলাই আন্দোলনের সহযোদ্ধা স্রেহের ভাই,বন্ধুগণের প্রতি অন্তরের গভীরের ভালবাসা থেকে জানিয়ে রাখতে চাই যে জুলাই অভূত্থানের প্রয়োজনে নির্দলীয় ব্যানারে দীর্ঘদিনের পথচলা’র সাথী খালিদ ভাই কে অতীতের ন্যায় ভবিষ্যতে ও সম্মুখ যুদ্ধে পাবে ইনশাআল্লাহ । সকলের প্রতি এই ওয়াদা প্রতিশ্রুতি রাখতে চাই জুলাইয়ের প্রয়োজনে নিজের জীবন কুরবানি দিতে রাজি, তবু জুলাইয়ের শহীদ, গাজিদের আত্মত্যাগ কে হারাতে দিবোনা ।
তাই সকল স্তরের সংগ্রামের সহযোদ্ধা ভাই,বন্ধুদের প্রতি পরামর্শ রাখতে চাই যে জুলাই অভূত্থানে দেশের প্রয়োজনে,মানুষের প্রয়োজনে,বাক স্বাধীনতার কায়েমে দুনিয়ার সকল আশা আকাঙ্খা, স্বপ্ন,পরিবারের দায়িত্ব অনুভূতির উর্ধে এসে যে প্রেরণায় জুলাই অভূত্থানের অংশ নিয়েছেন,সেই জুলাইয়ের চেতনা, আশা আকাঙ্খা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে নিজেদের সৎ পথে, মহৎ মানষিকতায় অটল রেখে ৭১ ও ২৪ এর আশা আকাঙ্খা বাস্তবায়নে নিবেদিত প্রাণ হবেন সেই আশা রেখে, সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার জন্য দোয়া কামনা করছি । আল্লাহ যেন আমৃত্যু প্রাণ প্রকৃতির সেবা করা তৌফিক দান করেন।
প্রাণ প্রকৃতির বন্ধু, আপনারই ভাই
মুহাম্মদ খালিদ বিন সাঈদ।
নিজস্ব প্রতিবেদক 






















