সাত বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতামুহুরী সাংগঠনিক থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর)উপজেলার পশ্চিম বড় ভেওলার ইলিশিয়া লালব্রীজ এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী হয়েছেন ৮ জন ।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী হয়েছেন তৃণমূল থেকে বেড়ে উঠা নেতৃত্ব,২৪ এর গণ-অভ্যুত্থানের জুলাই যুদ্ধা,আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রনেতা মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের তিন বারের আহবায়ক ও সভাপতি মোহাম্মদ আসিফ নেওয়াজ (এম,এ)সহ ৭ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থনে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা।
সর্বশেষ ২০১৮ সালের মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আহবায়ক মনোনীত হয় অধ্যাপক ইমাম উদ্দিন মনির, সদস্য সচিব হয় সিকদার আতিক উল্লাহ।