মহেশখালী মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দারকে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ইউনিয়নের তিতা মাঝির পাড়া এলাকায় সড়ক উন্নয়নের কাজ পরিদর্শনে গেলে সেখান থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।
মাতারবাড়ির পুলিশ ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) সুমিত বড়ুয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে আবু হায়দারকে আটক করেন। আটক পরবর্তী তাকে মহেশখালী থানার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
এদিকে আবু হায়দারের পরিবার জানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে কেন আটক করা হয়েছে সে বিষয়ে তারা কিছুই জানেন না।