কক্সবাজার শহরের সৈকত এলাকার কবিতা চত্বর পয়েন্টে মোবাইল-ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে সৈকতে ঘুরতে আসা এক এনজিও কর্মীর সাথে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঐ এনজিও কর্মী প্রতিবেদক’কে বলেন, ‘ কিছু বুঝে উঠার আগেই এমন ঘটনা ঘটেছে, তাদের হাতে ধারালো অস্ত্র ছিলো। জানিনা প্রতিকার পাবো কিনা।’
ছিনতাইকৃত ল্যাপটপে নিজ কর্মস্থলের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা ইলিয়াস জানান, সংঘবদ্ধ ছিনতাই চক্র এই ঘটনায় জড়িত, কবিতা চত্বর সৈকতের আশপাশের এলাকায় প্রশাসনের অভিযান জরুরি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, ‘ ভুক্তভোগী এনজিও কর্মীরা থানায় এসেছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’