ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত স্কুল ব্যাগে ইয়াবা পাচার:চকরিয়ায় পুলিশের জালে দম্পতি চাকসু নির্বাচনের ফল ঘোষণা কখন? কক্সবাজারে ছিনতাইয়ে জড়িত পুলিশের ‘সাবেক সদস্য’ আটক শহরের সমিতিপাড়ায় আগুনে পুড়েছে ২ দোকান :১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি শেষ হলো চাকসুর ভোট গ্রহণ:চলছে গণনা ছাত্র প্রতিনিধি-সাংবাদিক মিলে টেকনাফে ‘চেয়ারম্যান ও প্রশাসক’ পদ দেয়ার কথা বলে কোটি টাকার বানিজ্য! জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি, এখান থেকে শুরু করুন: চবি উপাচার্য চাকসুর ভোটগ্রহণ শুরু সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, মিয়ানমার নাগরিক নিহত- বাংলাদেশি আহত চকরিয়া হারবাং ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি গঠিত তারুণ্যের উৎসব উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন ৬ বছরে ২৫ হত্যাকান্ড: বদরখালীতে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহ আটক চার পিস ইয়াবা ধরতে উখিয়ার ওসির ‘আলোচিত অভিযান’

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটক বাড়বে: পর্যটন উপদেষ্টা

আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হলে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আগমন বাড়বে বিদেশী পর্যটকদের। বেশ কিছুদিন ধরে ডোমেস্টিক ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এমন খবর ছড়িয়েছে। কিন্তু এটি ভুল খবর। আন্তর্জাতিক মানে উন্নতি করা গেলে স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করবে।

“কক্সবাজার যেহেতু মাদক-চোরাচালানের জন্য আলোচিত, সে ক্ষেত্রে আন্তর্জাতিক মানে ফ্লাইট চালু হলে তার ঝুঁকি কতখানি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে মাদক চোরাচালান বা নিরাপত্তায় আগে যেমন ছিল, আন্তর্জাতিক মানের বিমান চলাচল শুরু হলে ঠিক তেমনি নিরাপত্তা জোরদার থাকবে।” বলেন উপদেষ্টা।

উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, ‘গত সরকারের আমলে বেশিরভাগ প্রকল্পে অনিয়মের কথা শোনা গিয়েছে। কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে। অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা করেছে। তাদের তদন্ত কাজ যেমন চলমান রয়েছে, তেমনি দেশের মানুষের স্বার্থে জনগণের জন্য আমাদের এসব কাজ শেষ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। প্রকল্প পরিচালক ইউনূছ ভূঁইয়া, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটক বাড়বে: পর্যটন উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হলে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আগমন বাড়বে বিদেশী পর্যটকদের। বেশ কিছুদিন ধরে ডোমেস্টিক ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এমন খবর ছড়িয়েছে। কিন্তু এটি ভুল খবর। আন্তর্জাতিক মানে উন্নতি করা গেলে স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করবে।

“কক্সবাজার যেহেতু মাদক-চোরাচালানের জন্য আলোচিত, সে ক্ষেত্রে আন্তর্জাতিক মানে ফ্লাইট চালু হলে তার ঝুঁকি কতখানি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে মাদক চোরাচালান বা নিরাপত্তায় আগে যেমন ছিল, আন্তর্জাতিক মানের বিমান চলাচল শুরু হলে ঠিক তেমনি নিরাপত্তা জোরদার থাকবে।” বলেন উপদেষ্টা।

উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, ‘গত সরকারের আমলে বেশিরভাগ প্রকল্পে অনিয়মের কথা শোনা গিয়েছে। কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে। অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা করেছে। তাদের তদন্ত কাজ যেমন চলমান রয়েছে, তেমনি দেশের মানুষের স্বার্থে জনগণের জন্য আমাদের এসব কাজ শেষ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। প্রকল্প পরিচালক ইউনূছ ভূঁইয়া, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্যরা।