সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ২ দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন বুধবার (২৭ আগস্ট)।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে বুধবার রাতে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন ।
পরদিন (বৃহস্পতিবার,২৮ আগস্ট) কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে,আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থাবর সম্পত্তি,পর্যটন মোটেলসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এ দিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লীষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন উপদেষ্টা।
একইদিন রাতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।