মাত্র তিন ঘন্টার একটি সংক্ষিপ্ত সফর শেষ করে কক্সবাজার ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১ টা ১৫ এর দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়েন বলে জানান কক্সবাজার বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা।
কক্সবাজার সফর শেষ করে ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
এর আগে সোমবার সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় কক্সবাজার বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনলার প্রদান করা হয়। এরপর বেলা ১১টার দিকে কক্সবাজারের ইনানী বে-ওয়াচ হোটেলে ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে একটি ‘বাস্তব রুপরেখা’ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সদয় হওয়ার আহবান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।