কক্সবাজার সরকারি কলেজের সামনে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে কে বা কারা রাতের আধারে ময়লা আবর্জনা ফেলে যাচ্ছিলো। এতে করে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন। পাশাপাশি রাস্তার ধারের কালভার্টটি আবর্জনায় ভরাট হয়ে পানি প্রবাহে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর আজ শুক্রবার (২২ আগস্ট) কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে সদর উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে বিডি ক্লিন কক্সবাজারের তরুণ স্বেচ্ছাসেবক দল, ব্র্যাক এবং কক্সবাজার পৌরসভা।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। জলাবদ্ধতা নিরসন এবং কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি, যেন কেউ আর মহাসড়কের পাশে ময়লা না ফেলে।”
অভিযানের মাধ্যমে মহাসড়কটির আশপাশ পরিষ্কার করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে সচেতনতামূলক প্রচার চালানোর কথাও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।