চকরিয়া ও কক্সবাজারে অসহায় দুস্থ,মসজিদ,মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা দিয়ে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশন।
১৩ ডিসেম্বর ছিলো প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফেজ ওসমান গণির জন্মদিন। দিনটি উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ,দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেছে ফাউন্ডেশনের সদস্যরা।
শুক্রবার (১৩) ডিসেম্বর জুমার নামাজের পর উপজেলার পূর্ব বড় ভেওলা বানিয়ারচর হামিউচ্ছুন্নাহ মাদ্রাসা হেফজখানা ও এতিমখানায়
ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের সদস্য ফজলুল করিম ও মোহাম্মদ রাকিবের নেতৃত্বে এ আয়োজন করা হয়।
ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের সদস্য ফজলুল করিম জানায়-আমাদের চেয়ারম্যান হাফেজ ওসমান গণি তুর্কিতে বসবাস করেন।তিনি সেখানে থেকেও দেশের মানুষের সুখে দুঃখে রয়েছেন। নিরবে দান করে যাচ্ছেন মসজিদ, মাদ্রাসা ও হাফেজখানায়। এক কথায় তিনি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। উনার প্রতি ভালোবাসার জায়গা থেকে এই উদ্যোগ নেওয়া। তার মতো মানুষ শত শত বছর বেঁচে থাকুক।
এসময় বানিয়ারচর হামিউচ্ছুন্নাহ মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শিক্ষক মাওলানা আবু তৈয়ব, মাওলানা আব্দুল্লাহ সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।