ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ চুপ প্রশাসন, নিষেধাজ্ঞা না মেনে আতশবাজি ফুটল সৈকতে বার্মিজ মার্কেট এলাকার বাসিন্দা বকুল আর নেই: জানাজা বৃহস্পতিবার ভালো কিছু শুরুর আশা পঁচিশের শেষ সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া জনজোয়ারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার

প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করলেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক শিক্ষাই একটি জাতির শিক্ষাব্যবস্থার ভিত্তিপ্রস্তর উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “এই খাতের উন্নয়নে ব্যাপক সংস্কার ও কার্যক্রম বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার।”

বুধবার (১৩ আগস্ট) সকালে কক্সবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “একজন প্রধান শিক্ষক শুধু একটি বিদ্যালয়ের প্রধান নন, তিনি একটি কমিউনিটির লীডার। তাঁর নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমেই শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সংলগ্ন লিডারশিপ ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এবং পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, পদস্থ সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)। এতে জেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নিচ্ছেন।

শিক্ষকদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ স্থাপন, একটি দল ব্যবস্থাপনার দক্ষতা তৈরি করা,সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা,শিক্ষকদের মধ্যে আত্ম-সচেতনতা বৃদ্ধি করাসহ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে এ সময় জানানো হয়।

ট্যাগ :

This will close in 6 seconds

প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করলেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

প্রাথমিক শিক্ষাই একটি জাতির শিক্ষাব্যবস্থার ভিত্তিপ্রস্তর উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “এই খাতের উন্নয়নে ব্যাপক সংস্কার ও কার্যক্রম বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার।”

বুধবার (১৩ আগস্ট) সকালে কক্সবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “একজন প্রধান শিক্ষক শুধু একটি বিদ্যালয়ের প্রধান নন, তিনি একটি কমিউনিটির লীডার। তাঁর নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমেই শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সংলগ্ন লিডারশিপ ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এবং পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, পদস্থ সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)। এতে জেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নিচ্ছেন।

শিক্ষকদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ স্থাপন, একটি দল ব্যবস্থাপনার দক্ষতা তৈরি করা,সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা,শিক্ষকদের মধ্যে আত্ম-সচেতনতা বৃদ্ধি করাসহ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে এ সময় জানানো হয়।