বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. রুহুল আমিন মুকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন। পাশাপাশি সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। সভায় জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির অনুমোদন প্রদান করে।