গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিন হত্যা এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক)।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় শহরের পুরাতন শহীদ মিনারে (গুমগাছ তলা) এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম এবং সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আজিম নিহাদ।
ক্র্যাকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের সকল সাংবাদিক এবং যে কোনো সাংবাদিক সংগঠন চাইলে নিজ নিজ ব্যানারে কর্মসূচিতে অংশ নিতে পারবেন।