ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আহবায়ক অভি, সদস্য সচিব জাহেদুল সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে রান্না’কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভারতে পালিয়ে থাকা কক্সবাজারের সাবেক ‘আওয়ামী’ এমপি! পেকুয়ায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে উৎস কর পুনর্বিবেচনার দাবিতে কক্সবাজারস্থ উখিয়া সমিতির আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই : রণধীর জয়সওয়াল ছেড়ে দেয়া হলো পুলিশ হেফাজতে থাকা ২৭ আন্দোলনকারীকে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা চ্যালেঞ্জিং হলেও সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা জিনিয়াসহ আটকরা এখনো থানায় জুলাই আন্দোলনের নেতা জিনিয়াসহ আটকদের মুক্তি দাবী ও শিক্ষকদের আন্দোলনে উদীচীর সংহতি দশদিন পর আবারো ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ, কি হচ্ছে ওপারে?

পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে?

কক্সবাজার পৌরসভার টমটমের লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়ে শহরে চলছে নানান আলোচনা। জানা যায় পৌরসভা নতুন করে ১৫শ টমটমের লাইসেন্স প্রদান করেছে।পরে এ নিয়ে শুরু হয় প্রতিবাদ। এক পর্যায়ে প্রদান করা লাইসেন্স স্থগিত করে পৌর কর্তপক্ষ।

তবে এ স্থগিত করার বিষয় নিয়ে অনেকেই পোষন করছে সন্দেহ। বিষয়টি নিয়ে সোচ্চার থাকা ছাত্র প্রতিনিধি এস এস সাগর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পৌরসভা এখনো লাইসেন্স বাতিল করেনি। লাইসেন্স বাতিল করা হয়েছে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। তিনি লিখেন, “স্থগিত করা আর বাতিল করার মধ্যে তফাৎ আছে, এই তফাৎ এর মাঝখানে পৌরবাসীকে বলদ বানানোর অপচেষ্টা করছে পৌরসভা সিন্ডিকেট”।

তবে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ গণমাধ্যমকে জানান, লাইসেন্স গুলো বাতিল করে ট্রাফিক বিভাগ কে চিঠি দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগ এসব আটকাবে বলে জানিয়ে তিনি বলেন, আমার জানা মতে ৪শ লাইসেন্স প্রদাব করা হয়েছিলো, বাকীগুলো হস্তান্তর করা নিষেধ ছিলো,কিন্তু তারা জোর করে বাকী গুলো নিয়ে গেছে।তাই সব লাইসেন্স স্থগিত করে দিলাম।

পৌর প্রশাসকের বক্তব্যে “তারা” জোর করে সব নিয়ে গেছে বলেছে। এই “তারা” কারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে বাতিলের চিঠি দেয়া হয়েছে উল্লেখ করলেও পরে সব লাইসেন্স স্থগিত করার কথা বলেছেন। যা অস্পষ্টতা তৈরী করে বলে মনে করছে সচেতন মহল।

কক্সবাজার পৌরসভার দেয়া ৩ হাজার টমটমের লাইসেন্স আছে। তবে শহরে চলাচল করে প্রায় ১০ হাজার টমটম। ফলে শহরে যানজটের মতো নাগরিক ভোগান্তি লেগেই থাকে বলে অভিযোগ পৌরবাসীর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আহবায়ক অভি, সদস্য সচিব জাহেদুল

This will close in 6 seconds

পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে?

আপডেট সময় : ০২:১৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

কক্সবাজার পৌরসভার টমটমের লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়ে শহরে চলছে নানান আলোচনা। জানা যায় পৌরসভা নতুন করে ১৫শ টমটমের লাইসেন্স প্রদান করেছে।পরে এ নিয়ে শুরু হয় প্রতিবাদ। এক পর্যায়ে প্রদান করা লাইসেন্স স্থগিত করে পৌর কর্তপক্ষ।

তবে এ স্থগিত করার বিষয় নিয়ে অনেকেই পোষন করছে সন্দেহ। বিষয়টি নিয়ে সোচ্চার থাকা ছাত্র প্রতিনিধি এস এস সাগর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পৌরসভা এখনো লাইসেন্স বাতিল করেনি। লাইসেন্স বাতিল করা হয়েছে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। তিনি লিখেন, “স্থগিত করা আর বাতিল করার মধ্যে তফাৎ আছে, এই তফাৎ এর মাঝখানে পৌরবাসীকে বলদ বানানোর অপচেষ্টা করছে পৌরসভা সিন্ডিকেট”।

তবে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ গণমাধ্যমকে জানান, লাইসেন্স গুলো বাতিল করে ট্রাফিক বিভাগ কে চিঠি দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগ এসব আটকাবে বলে জানিয়ে তিনি বলেন, আমার জানা মতে ৪শ লাইসেন্স প্রদাব করা হয়েছিলো, বাকীগুলো হস্তান্তর করা নিষেধ ছিলো,কিন্তু তারা জোর করে বাকী গুলো নিয়ে গেছে।তাই সব লাইসেন্স স্থগিত করে দিলাম।

পৌর প্রশাসকের বক্তব্যে “তারা” জোর করে সব নিয়ে গেছে বলেছে। এই “তারা” কারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে বাতিলের চিঠি দেয়া হয়েছে উল্লেখ করলেও পরে সব লাইসেন্স স্থগিত করার কথা বলেছেন। যা অস্পষ্টতা তৈরী করে বলে মনে করছে সচেতন মহল।

কক্সবাজার পৌরসভার দেয়া ৩ হাজার টমটমের লাইসেন্স আছে। তবে শহরে চলাচল করে প্রায় ১০ হাজার টমটম। ফলে শহরে যানজটের মতো নাগরিক ভোগান্তি লেগেই থাকে বলে অভিযোগ পৌরবাসীর।