হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF) এর আয়োজনে “প্লে ফর পিস” স্লোগানকে সামনে রেখে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টটি ১১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই বিকেলে সোনার পাড়া সমুদ্র সৈকতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়।
এই টুর্নামেন্টে সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন দল গঠন করা হয়, তাঁরা খেলায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম শাপলা ও টিম কদম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে দর্শকরা উপভোগ করে প্রাণবন্ত খেলা।
টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ ফজল কাদের চৌধুরী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উত্তর শাখা জালিয়া পালং ইউনিয়ন)। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমেদ। খেলায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সমাজসেবক রিদুয়ানুল হক জিসান (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,উখিয়া উপজেলা শাখা), সোনার পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মানবাধিকার কর্মী আব্দুল হামিদ, সোনার পাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ জাহান, আবু সাঈদ মাসুম (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জালিয়া পালং ইউনিয়ন), সাংবাদিক আব্দুল্লাহ আল জুবাইর, শ্রমিক নেতা জসিম উদ্দিন বাবুল, বিশিষ্ট সমাজসেবক আমিন আল কাকী, যুব নেতা খাইরুল হকসহ অন্যান্যরা।
আয়োজক কমিটির প্রধান মাহাবুব কাউসার সকল অংশগ্রহণকারী দল, স্বেচ্ছাসেবক, অতিথি ও স্পন্সরদের ধন্যবাদ জানান।
এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।