কক্সবাজার পৌরসভার নাগরিক হয়রানি, সিন্ডিকেট করে লুটপাট ও পৌর প্রশাসকের অপসারণসহ ৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) দুপুরে ‘কক্সবাজার পৌরবাসী’র ব্যানারে জুলাইয়ে কক্সবাজারের ছাত্র প্রতিনিধি, শ্রমিক ও সাধারণ নাগরিকরা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের কাছে এই স্মারকলিপি প্রদান করে।
তাদের দাবি গুলো যথাক্রমে…
১. অযোগ্য প্রশাসকসহ স্বৈরাচার আমলে লবিংয়ের মাধ্যমে পৌরসভায় চাকরি পাওয়া সকলের অপসারণ।
২. পুরাতন কিংবা নতুন সকল ধরণের লাইসেন্স বাতিল, লাইসেন্সের তুলনায় আবেদন বেশি হলে তা ড্র এর মাধ্যমে প্রদান করতে হবে। সরাসরি শ্রমিকদের গাড়ীতে স্থায়ীভাবে লাইসেন্স প্রদান ও পুলিশের দেওয়া ডাটাবেজ অনুযায়ী লাইসেন্স হতে হবে। যা কিউআর কোড সম্বলিত যাতে নিরাপত্তার নিশ্চিত হয়।
৩. পৌরসভা সিন্ডিকেটমুক্ত করতে হবে যাতে প্রভাব খাঁটিয়ে টেন্ডার কিংবা অন্যান্য সুবিধা নিতে না পারে।
৪. যথাযথ নাগরিক সেবা প্রদান করতে হবে। যাতে কেউ হয়রানির শিকার না হয়।
৫. জন্ম নিবন্ধন এবং নাগরিক সনদ যা স্বৈরাচার আমলে রোহিঙ্গাদের কে টাকার বিনিময়ে প্রদান করা হয়েছিল তা সুষ্ঠ তন্তদের মাধ্যমে বাতিল করতে হবে।
৬. জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স সহ যাবতীয় সনদ বিষয়ক কার্যক্রমকে সহজ ও দ্রুত করতে হবে।
৭. কাঁচা রাস্তা যেগুলোর কারণে জন দুর্ভোগ হয় তা পাকা অথবা সংস্কারের ব্যবস্থা করতে হবে।
৮. নতুন লাইসেন্সের আড়ালে কোটি টাকার আত্মসাৎ এর বিনিময়ে যে লাইসেন্স প্রদান করা হয়েছিল সে সিন্ডিকেটকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে ও কেন সিন্ডিকেট কে লাইসেন্স প্রদান করা হয়েছিল তা প্রশাসককে জাবাবদিহি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি তানজিদুল ইসলাম, শাহেদ মোহাম্মদ লাদেন, সাফওয়ান আল আজিজ, রায়াদ, জাওয়াদসহ অন্যান্যরা।