ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল প্রত্যক্ষ ভোটে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাঈদুল ইসলাম আহবায়ক অভি, সদস্য সচিব জাহেদুল সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে রান্না’কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভারতে পালিয়ে থাকা কক্সবাজারের সাবেক ‘আওয়ামী’ এমপি! পেকুয়ায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে উৎস কর পুনর্বিবেচনার দাবিতে কক্সবাজারস্থ উখিয়া সমিতির আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু বাংলাদেশের মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই : রণধীর জয়সওয়াল ছেড়ে দেয়া হলো পুলিশ হেফাজতে থাকা ২৭ আন্দোলনকারীকে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা চ্যালেঞ্জিং হলেও সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা জিনিয়াসহ আটকরা এখনো থানায়

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকালে সার্কিট হাউজ রোডস্থ অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “ছাত্র-জনতার সাহসিকতা ও আত্মত্যাগে গড়া জুলাই আন্দোলনের চেতনা আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। বৈষম্যহীন, মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণে এই স্পিরিট ধারণ করে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের অনন্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সফিউদ্দিন সাফি। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, শহীদ মোহাম্মদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম, শহীদ তানভীর সিদ্দিকীর পিতা মো. বাদশা মিয়া ও শহীদ আহসান হাবিবের ছোট ভাই মো. রায়হান।

আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে ‘সমাজ গঠনে শপথ পাঠ’ অনুষ্ঠিত হয়। এতে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল

This will close in 6 seconds

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকালে সার্কিট হাউজ রোডস্থ অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “ছাত্র-জনতার সাহসিকতা ও আত্মত্যাগে গড়া জুলাই আন্দোলনের চেতনা আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। বৈষম্যহীন, মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণে এই স্পিরিট ধারণ করে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের অনন্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সফিউদ্দিন সাফি। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, শহীদ মোহাম্মদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম, শহীদ তানভীর সিদ্দিকীর পিতা মো. বাদশা মিয়া ও শহীদ আহসান হাবিবের ছোট ভাই মো. রায়হান।

আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে ‘সমাজ গঠনে শপথ পাঠ’ অনুষ্ঠিত হয়। এতে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।