কক্সবাজারে ১ লক্ষ ৪০ হাজার পিসসহ ৩ জন পাচারকারিকে আটকের দাবী করেছে বিজিবি।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার দুপুরে গোয়ন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল রামুর খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া নামক স্থানে একটি সিএনজির যাত্রীদের তল্লাশী করলে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং এসময় তিন জনকে আটক করে।
আটককৃতরা হলেন,সাবেকুন নাহার (৪০),আমিনা আক্তার (৩০),সুমাইয়া আক্তার (২১)। তাদের সকলের বাড়ী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম রংগীখালী বলে জানা গেছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছে।