কক্সবাজারে আজ বুধবার অঝোরে ঝরলো বৃষ্টি। সকালে আকাশ ছিল বৃষ্টিহীন থাকলেও বেলা ১১ টার দিক থেকে কালো মেঘ ছেয়ে মুহুর্তেই বৃষ্টি নামে অঝোরে। টানা ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় শহরের রাস্তা-ঘাট।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বুধবার দুপুর ৩ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমান ১৮০ মিলিমিটার। যা গত এক সপ্তাহে সর্বোচ্চ।
আর বুধবার ভোর ০৬ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ১১৪ মিলিমিটার।
“মুলত বেলা ১২ টার পর থেকে মুশলধারে যে বৃষ্টি হয়েছে তা পুরো সপ্তাহে সর্বোচ্চ। ঘন্টায় এতো বেশি বৃষ্টি আর হয় নি”- বলেন হান্নান।
ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগেই দেওয়া হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ বলেন, গত বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ুর সক্রিয়তার কথা জানানোর পাশাপাশি ভারী বর্ষণ ও পাহাড় ধসের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
হান্নান বলেন, “জুলাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস। এ মাসে গড়ে ২২ দিন বৃষ্টি হয়। চলমান এই বৃষ্টির প্রবণতা বুধবার বিকাল থেকে কিছুটা কমবে। এরপর ২-৩ দিনের বিরতি দিয়ে আবার বাড়তে পারে।”
মি. হান্নান বলছেন,”জুলাই মাসের প্রথম সাত দিনে জেলায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“এটি ভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়, কারণ কক্সবাজারে প্রতিদিন গড়ে ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়।”
গত বছর কক্সবাজারে জুলাই মাসে ১ হাজার ৭০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। চলতি মাসে সেই রেকর্ড ভাঙতে পারে বলে জানান আব্দুল হান্নান।