ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কি হতে পারে: নির্বাচন, না নতুন অন্তর্বর্তী সরকার? ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো বাসটার্মিনাল এলাকার বাসিন্দারা টেকনাফ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: দলীয় লেজুড়বৃত্তির সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে মিলল ১০ হাজার ইয়াবা ওপার থেকে ছোড়া গুলি পায়ে বিঁধলো নারীর খুনিয়া পালংয়ে চলন্তগাড়িতে ফিল্মি কায়দায় ডা’কা’তি, মোবাইলও টাকা ছিনতাই চকরিয়ায় ফের ২ মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু সেন্ট মার্টিন দখলকারীদের বিরুদ্ধে জোরালো বার্তা দিয়েছি: সৈয়দা রিজওয়ানা হাসান উখিয়ায় ৮ খুদে হাফেজার কোরআন সবিনা খতম উপলক্ষে নানান আয়োজন বাবার সাথে মাছ ধরতে গিয়ে রেজুখালে স্কুল শিক্ষার্থী নিখোঁজ মহেশখালীর যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাতের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদের শোক রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান সম্পন্ন বসতি বে রিসোর্টের সাথে লুৎফর রহমান কাজলের সম্পৃক্ততা নেই – কর্তৃপক্ষ নির্বাচনি জোট নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি: আখতার রেস্তোরাঁ শিল্প বাঁচাতে আন্দোলনের হুঁশিয়ারি কক্সবাজারের রেস্তোরাঁ মালিকদের…

সামাজিক মাধ্যমে আসক্ত? দেখে নিন মুক্তির উপায়

ফেইসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও এক্স-এর মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রায়ই কর্মদক্ষতা, মানসিক সুস্থতা ও বাস্তব জীবনের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

ফলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে কীভাবে সামাজিক মাধ্যমগুলো থেকে দূরে থাকা যায় ও আমাদের ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ আনা যায়।

সচেতনভাবে ব্যবহার না করলে সামাজিক মাধ্যম মানসিক স্বাস্থ্য ও কর্মদক্ষতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। অনেকেই নিয়মিত নোটিফিকেশন দেখে, ফিড স্ক্রল করে, অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করে নিজের অজান্তে একটি অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন।

এ নির্ভরতা কেবল বাস্তবজীবনের যোগাযোগ কমায় না বরং উদ্বেগ, একাকিত্ব এমনকি ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট-এর মত মারাত্মক সমস্যার কারণ হতে পারে।

সামাজিক মাধ্যম থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে ওই প্ল্যাটফর্মগুলোতে লোকজনের সঙ্গে সম্পর্ক আবার মূল্যায়ন করা ও নেতিবাচক প্রভাবক কমানোর সুযোগ পাওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে টাইমস অফ ইন্ডিয়া।

ব্যবহারের ওপর নজন রাখুন

সব অ্যাপ ডিলিট করার আগে প্রথম ধাপ হলো এটির ব্যবহার ট্র্যাক করা। অ্যাপল ও গুগল দুই কোম্পানিই কিছু বিল্ট ইন টুল দেয় যার মাধ্যমে কোন অ্যাপে কতটা সময় ব্যয় করেছেন তা দেখা যায়।

আইফোনে এ ফিচারটি অ্যাপ ব্যবহরের বিস্তারিত বিবরণ দেয় যার মধ্যে রয়েছে কতটা সময় ব্যয় করা হয়েছে, কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং কত ঘন ঘন ফোন আনলক করা হয়।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল একই ধরনের ফিচার দিয়ে থাকে যা স্ক্রিন টাইম ও অ্যাপ ব্যবহার ট্র্যাক করে থাকে।

ডিটক্স অ্যাপ ব্যবহার করুন

বেশকিছু অ্যাপ রয়েছে যা সামাজিক মাধ্যমের ব্যবহার কমাতে সাহায্য করতে পারে ও ভালো ডিজিটাল অভ্যাস তৈরি করে সহায়তা দেয়।

ডাম্ব ফোন: এটি অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে একটি সাধারণ হোম স্ক্রিন তৈরি করে যা অনর্থক স্ক্রলিংকে নিরুৎসাহিত করে। এটি আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ করে তোলে ফলে বার বার ফোন ধরার প্রবণতা কমে যায়।

ওপাল: অ্যাপটি ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ফেলা অ্যাপগুলো ব্লক করে আসক্তি দূর করতে সাহায্য করে। এটি স্ক্রিনটাইম দিয়ে থাকে এবং কতটা সময় ব্যয় করা হয়েছে তার একটি ব্যাখ্যা দেয়।

ফরেস্ট: এটি একটি মজাদার অ্যাপ যা ব্যবহারকারীদের গেইম খেলার ছলে ফোন থেকে দূরে রাখে। এতে যখন ফোন এড়িয়ে চলা সহজ হয় তখন একটা ভার্চুয়াল গাছ গজায়। আর ফোন ব্যবহার করলে সে গাছ মারে যায়।

ডিভাইস বদলান

যারা সামাজিক মাধ্যম থেকে কঠোরভাবে বিরতি চান তাদের জন্য ‘বোকা ফোন’ একটি সমাধান হতে পারে। নোকিয়া ২৬৬০ ফোনের মতো ডিভাইসগুলো আধুনিক স্মার্টফোনের ঝামেলা ছাড়াই সাধারণ ফাংশন দিয়ে থাকে। ডিভাইসগুলো ব্যবহারকারীদের যোগাযোগের সুবিধা দেয় একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের আকর্ষণ থেকে দূরে রাখে।

নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন

যদি সামাজিক মাধ্যম থেকে পুরোপুরি আলাদা থাকা সম্ভব না হয় তাহলে ধীরে ধীরে ব্যবহারের মাত্রা কমানোর লক্ষ্য ঠিক করুন। নিজের সময়সীমা সম্পর্কে বাস্তববাদী হন, আসক্তি দূর করতে সময় লাগে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যেমন প্রতি সপ্তাহে স্ক্রিনটাইম ২০ শতাংশ কমিয়ে আনা।

এসব অ্যাপ একা এ সমস্যার সমাধান করতে পারবে না দৈনন্দিন জীবনে যদি নিজ থেকে উদ্যোগী হয়ে না করেন। সামাজিক মাধ্যমগুলোতে করা কাজকে এমন কাজের সঙ্গে পরিবর্তন করে দেখুন যা সুস্থতা বৃদ্ধি করে যেমন পড়া, ব্যায়াম করা, রান্না অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। এ কাজগুলো বাস্তব জগতে ফিরে যেতে ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কি হতে পারে: নির্বাচন, না নতুন অন্তর্বর্তী সরকার?

This will close in 6 seconds

সামাজিক মাধ্যমে আসক্ত? দেখে নিন মুক্তির উপায়

আপডেট সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

ফেইসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও এক্স-এর মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রায়ই কর্মদক্ষতা, মানসিক সুস্থতা ও বাস্তব জীবনের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

ফলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে কীভাবে সামাজিক মাধ্যমগুলো থেকে দূরে থাকা যায় ও আমাদের ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ আনা যায়।

সচেতনভাবে ব্যবহার না করলে সামাজিক মাধ্যম মানসিক স্বাস্থ্য ও কর্মদক্ষতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। অনেকেই নিয়মিত নোটিফিকেশন দেখে, ফিড স্ক্রল করে, অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা করে নিজের অজান্তে একটি অস্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন।

এ নির্ভরতা কেবল বাস্তবজীবনের যোগাযোগ কমায় না বরং উদ্বেগ, একাকিত্ব এমনকি ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট-এর মত মারাত্মক সমস্যার কারণ হতে পারে।

সামাজিক মাধ্যম থেকে বেরিয়ে যাওয়ার মাধ্যমে ওই প্ল্যাটফর্মগুলোতে লোকজনের সঙ্গে সম্পর্ক আবার মূল্যায়ন করা ও নেতিবাচক প্রভাবক কমানোর সুযোগ পাওয়া যায় বলে প্রতিবেদনে লিখেছে টাইমস অফ ইন্ডিয়া।

ব্যবহারের ওপর নজন রাখুন

সব অ্যাপ ডিলিট করার আগে প্রথম ধাপ হলো এটির ব্যবহার ট্র্যাক করা। অ্যাপল ও গুগল দুই কোম্পানিই কিছু বিল্ট ইন টুল দেয় যার মাধ্যমে কোন অ্যাপে কতটা সময় ব্যয় করেছেন তা দেখা যায়।

আইফোনে এ ফিচারটি অ্যাপ ব্যবহরের বিস্তারিত বিবরণ দেয় যার মধ্যে রয়েছে কতটা সময় ব্যয় করা হয়েছে, কোন অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং কত ঘন ঘন ফোন আনলক করা হয়।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল একই ধরনের ফিচার দিয়ে থাকে যা স্ক্রিন টাইম ও অ্যাপ ব্যবহার ট্র্যাক করে থাকে।

ডিটক্স অ্যাপ ব্যবহার করুন

বেশকিছু অ্যাপ রয়েছে যা সামাজিক মাধ্যমের ব্যবহার কমাতে সাহায্য করতে পারে ও ভালো ডিজিটাল অভ্যাস তৈরি করে সহায়তা দেয়।

ডাম্ব ফোন: এটি অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে একটি সাধারণ হোম স্ক্রিন তৈরি করে যা অনর্থক স্ক্রলিংকে নিরুৎসাহিত করে। এটি আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সহজ করে তোলে ফলে বার বার ফোন ধরার প্রবণতা কমে যায়।

ওপাল: অ্যাপটি ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ফেলা অ্যাপগুলো ব্লক করে আসক্তি দূর করতে সাহায্য করে। এটি স্ক্রিনটাইম দিয়ে থাকে এবং কতটা সময় ব্যয় করা হয়েছে তার একটি ব্যাখ্যা দেয়।

ফরেস্ট: এটি একটি মজাদার অ্যাপ যা ব্যবহারকারীদের গেইম খেলার ছলে ফোন থেকে দূরে রাখে। এতে যখন ফোন এড়িয়ে চলা সহজ হয় তখন একটা ভার্চুয়াল গাছ গজায়। আর ফোন ব্যবহার করলে সে গাছ মারে যায়।

ডিভাইস বদলান

যারা সামাজিক মাধ্যম থেকে কঠোরভাবে বিরতি চান তাদের জন্য ‘বোকা ফোন’ একটি সমাধান হতে পারে। নোকিয়া ২৬৬০ ফোনের মতো ডিভাইসগুলো আধুনিক স্মার্টফোনের ঝামেলা ছাড়াই সাধারণ ফাংশন দিয়ে থাকে। ডিভাইসগুলো ব্যবহারকারীদের যোগাযোগের সুবিধা দেয় একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের আকর্ষণ থেকে দূরে রাখে।

নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন

যদি সামাজিক মাধ্যম থেকে পুরোপুরি আলাদা থাকা সম্ভব না হয় তাহলে ধীরে ধীরে ব্যবহারের মাত্রা কমানোর লক্ষ্য ঠিক করুন। নিজের সময়সীমা সম্পর্কে বাস্তববাদী হন, আসক্তি দূর করতে সময় লাগে। নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যেমন প্রতি সপ্তাহে স্ক্রিনটাইম ২০ শতাংশ কমিয়ে আনা।

এসব অ্যাপ একা এ সমস্যার সমাধান করতে পারবে না দৈনন্দিন জীবনে যদি নিজ থেকে উদ্যোগী হয়ে না করেন। সামাজিক মাধ্যমগুলোতে করা কাজকে এমন কাজের সঙ্গে পরিবর্তন করে দেখুন যা সুস্থতা বৃদ্ধি করে যেমন পড়া, ব্যায়াম করা, রান্না অথবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। এ কাজগুলো বাস্তব জগতে ফিরে যেতে ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম