Sunday, April 28, 2024

কুতুবদিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

“প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই স্লোগানে সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ভার্চুয়ালি প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহাব উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়ার সভাপতি শফিউল আলম কুতুবী, উপজেলা কৃষক লীগের আহবায়ক সাংবাদিক কাইছার সিকদার বক্তব্য রাখেন।

উক্ত প্রদর্শনী মেলায় আরও উপস্থিত ছিলেন উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ সাংবাদিক জনপ্রতিনিধি খামারের মালিক উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারীদের মাঝে পুরুষ্কারের অর্থ বিতরণ করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page