Monday, April 29, 2024

বান্দরবানে গ্রেফতার ৫২ কেএনএফ সদস্যের ২ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) গ্রেফতার হওয়া ৫২ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর একজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দুপুরে পুলিশ আসামীদের বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এসময় আদালত আসামী লাল নুন বমকে (২৩) জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

অপররিমান্ড প্রাপ্তরা হলেন, চেওচির বম(৫৫), ভান লাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কামলিয়ান বম (৫৫), গিলবার্ট বম(১৯), লাল রাম তিয়াম বম(৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫),পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম(৪৫), জৌনুন বম(৪৫), ভান লাল সম বম(৩৩), লাল ধাম লিয়ান বম (৩৬), রেন থন বম (৩০), সাপ লিয়ান থাং বম(২১), লমজুয়েল বম(৫৯),পাসুম বম(৪৪), লাল বাউ খম বম(৩৭), ভান রোয়াত ময় বম(২৩), লাল রুইয়াই বম(৫২),লাল দিন থার বম (৪০), লাল রৌয়াত লন বন(৪৫) লাল ফ্লেং কিং বম(২৯), রৌসাং লিয়ান বম(৩০), লাল থাং পুই বম(২০), ভারৌ সাং বম (৩২) লাল ইমানুয়েল বম পায়েল(৪৩), লাল রিং সাং বম( ২৫) মুন থাং লিয়ান বম (৩৩), জেমস মিল্টন বম (৩৪), রাম থাং লিয়ান বম (১৯), মেলরী বম (২২), জিংরুথং বম (৩০), ভান রিম কিম বম(৩৫), লেরী বম(২৩), নেম্পেল বম (৩৩),লাল তলাহকিম বম (৩০),পারঠা জুয়েল বম(১৯) লাল নুন কিম বম(২৫),
লাল নুএং বম(১৯), টিনা বম(১৯), লাল নুর জির নম(৩৩), জিং রেম ঙাক বম(২০), আল মন বম(৩০) ঙাইন কিম বম(৩০), লালসিং পার বম( ২৬), শিউলি বম (২১), লাল রোবত বম আপেল (২৭), লাল লম থার বম(৩১), মিথু সেল বম (২৫), লাল রুয়াত লিয়ান বম(৩৩)।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, রুমায় ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা ২টি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫৩ জন আসামীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২দিনের রিমান্ড মঞ্জুর ও ১ জনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে আদালত।

আসামী পক্ষের আইনজীবী কাজী মহোতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার মামলা নম্বর ৪/২০২৪ ও ৭/২০২৪ দুইটি মামলায় আসামীদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্র পক্ষ। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ১ জন প্রেগন্যান্ট আসামি কে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির করা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, রাস্ট্র পক্ষের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একজকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং ৫২ জনের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত: রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৮টি মামলায় এ পর্যন্ত পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ’র) সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ৬৬ জনকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে আদালতের নির্দেশনায়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page