Friday, May 10, 2024

পোকখালীতে চলছে গন্ডগোল: ঈদগাঁওর বাকী ইউনিয়নে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁও উপজেলার ৫ টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল টিটিএনের হাতে এসেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সোহেল জাহান চৌধুরী। জালালাবাদ ইউনিয়নে রজনীগন্ধা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর তাজ জনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ইসলামাবাদে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, ইসলামপুরে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসাইন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পোকখালী ইউনিয়নে গিটার প্রতীকের প্রার্থী সাইফ উদ্দিন ৮০০ ভোটে এগিয়ে থাকলেও, একটি কেন্দ্রের ফলাফল এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতে আসেনি।সেখানে গোলযোগ চলছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন,ঢোল প্রতীকের প্রার্থী রফিক আহমেদ এ কেন্দ্রে এগিয়ে থাকলে তিনি জয়ী হতে পারেন। আবার সেখানে যদি গীটার প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন উল্লেখযোগ্য না হলেও মোটামুটি ভোট পান তবে তিনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে। তাই পোকখালী নিয়ে এখনই চুড়ান্ত কিছু বলার সময় আসেনি।

আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ঈদগাঁও উপজেলার ৫ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। উপজেলা ঘোষণার পর এই প্রথম ঈদগাঁওর ৫ ইউপির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ৫ ইউনিয়নের মোট ভোটার ৮৮ হাজার ৭শ ৫৬ জন ভোটার রয়েছেন। এ নির্বাচনে ৩৭৪ জন প্রার্থী অংশ নেয়। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান ভোটাররা

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page