Saturday, May 18, 2024

এ কে এম মোজাম্মেল হকের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, কক্সবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য, কক্সবাজার জেলা আওয়ামীলীগের আমরণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী আজ।

তাঁর ১৯ তম মৃত্যুবার্ষিকীর এই দিনে তাঁর একমাত্র কন্যা তাহমিনা নুসরাত জাহান লুনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, “বাবা, আজকে সেই দিন; যেদিন তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো। আজ তোমার ১৯ তম মৃত্যুবার্ষিকী। বাবা তুমি নেই, মা নেই, আমার তো দুনিয়াটাই নেই। বটবৃক্ষের ছায়াবিহীন জীবনটা তার অমোঘ নিয়মে কেটে যাচ্ছে। তোমাকে নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু পারছিনা বুকটা ফেটে যাচ্ছে। একমাত্র মেয়ে বলে তোমার আদরটা ছিল আমার জন্য বেশি সবার চাইতে। তোমার অনেক ব্যবসা-বাণিজ্য ছিল, জন্মের পর থেকে দেখতাম তোমার তিনটা গাড়ি ছিল। মাঝখানে তোমাকে শাসকমহল ব্যবসা বাণিজ্য করতে দেয়নি সে সময় আমাদের পারিবারিক অবস্থা খারাপ ছিল কিন্তু তুমি এতটুকু বুঝতে দাওনি। গাড়ি ছাড়া কলেজে যেতে দাওনি, গাড়ি কিনে নিয়েছিলে কষ্ট করে। ঈদের অনেকদিন আগে থেকে আমার বরাদ্দের কাপড় গুলো তুমি ডিজাইন করে দর্জির কাছে সেলাই করতে দিতে, এমনকি পায়ের জুতা থেকে মাথার ক্যাপ পর্যন্ত ম্যাচিং করে। বাবা সেই আদর ভালোবাসাগুলির অভাব আমি প্রতি ক্ষণে ক্ষণে অনুভব করি। বাবা তারপরও নিজেকে এই বলে সান্ত্বনা দিই তুমি অনেক ভালো মানুষ ছিলে, বাবা যেখানে যাই যার কাছে যাই সবাই বলে, মোজাম্মেল সাহেবের মতো ভালো মানুষ হয় না, হবে না। বাবা দোয়া রেখো তোমার সন্তানদের জন্য সকল প্রতিকূল অবস্থা বাধা-বিপত্তি পেরিয়ে তোমার আদর্শ নিয়ে যাতে আমরা চলতে পারি। আল্লাহ মহান আল্লাহ আমার মা-বাবা সহ সকল কবরবাসীকে ভালো রেখো, জান্নাতবাসী করিও, কবরের আজাব থেকে মুক্ত রাখিও। -আমিন”

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page