Monday, May 20, 2024

রক্ষণাবেক্ষণের অজুহাতে ১২ ঘন্টা বিদ্যুৎবিহীন উখিয়া,বারবার সময় দিচ্ছেন ডিজিএম!

নিজস্ব প্রতিবেদক

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর তত্ত্বাবধানে ১৩২ কেভি লাইন রক্ষণাবেক্ষণ কাজের কথা বলে শুক্রবার (১০ মে) দিবাগত রাত ৩ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে ঘোষণা দেয় উখিয়া পল্লীবিদ্যুৎ।

নির্ধারিত সময়ের পর চার ঘন্টা অতিবাহিত হলেও এখনো বিদ্যুৎ এর দেখা নেই, টানা ১২ ঘন্টার লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গ্রাহকরা অভিযোগ করছেন, পল্লীবিদ্যুৎ কতৃপক্ষকে ফোন করা হলেও মিলছে না সমাধান আবার অনেক সময় তারা ফোনও ধরছেন না।

তবে উখিয়া পল্লীবিদ্যুৎ এর ডিজিএম কায়জার নূর, বিদ্যুৎ চালু হবার সময় একেকবার একেকরকম করে দিয়েই চলেছেন প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়াটসএপ গ্রুপে।

যেখানে প্রথমে তিনি নির্ধারিত সময়ের অতিবাহিত হওয়ার পর ১ ঘন্টার পর ১ টায় লাইন চালু করার তথ্য জানান তিনি। ১ টায় চালু না হলেও সর্বশেষ ২ টা ১৬ মিনিটে ঐ গ্রুপে তিনি লেখেন, ” ক্যাবল শিফটিং জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে শিডিউল শাট-ডাউন অনুযায়ী বিদ্যুৎ চালু করা যায় নি৷ সবাই আন্তরিকতার সাথে সিস্টেম উন্নয়নে কাজ করছে। আরো আনুমানিক ২ ঘন্টা লাগতে পারে বিদ্যুৎ চালু হতে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।”

এরপর তিনি জানান, ৪ টা থেকে ৪ টা ৩০ পর্যন্ত সময় লাগতে পারে বিদ্যুৎ চালু হতে।

আদৌ কি সে সময়ে বিদ্যুৎ চালু হবে কিনা ভোগান্তিতে থাকা গ্রাহকরা সংশয় প্রকাশ করে এই সমস্যার সমাধান চেয়েছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page