Saturday, April 27, 2024

কুতুব‌দিয়ায় খাল দখল থে‌কে পিছু হট‌লেন হা‌লিম চেয়ারম‌্যান

নিজস্ব প্রতিবেদক

কুতুবদিয়া উত্তর ধুরুং-দ‌ক্ষি‌ণ ধুরুং সীমান্ত প্রবাহমান ওলুখালী খাল জবরদখল ও ভরাট কার্যক্রম থে‌কে অব‌শে‌ষে পিছু হট‌লেন উত্তর ধুরুং ইউ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম সিকদার।

র‌বিবার(২১ এ‌প্রিল) ভোর রাত থে‌কে খালে ফেলা মা‌টি ফের সরা‌তে শুরু ক‌রেন তি‌নি।

গত একমাস আ‌গে থে‌কে চেয়ারম‌্যান হা‌লিম জনস্বা‌র্থের নাম ভা‌ঙ্গি‌‌য়ে খা‌লে মা‌টি ভরাট কর‌তে থা‌কেন। এতে প‌রি‌বেশ বিপর্যয় ,পা‌নি চলাচ‌লে বিঘ্ন, জলাবদ্ধার হুম‌কির মু‌খে প‌ড়ে খাল‌টি। খাল‌টি রক্ষায় স্থানীয় এলাকাবা‌সী, বাংলা‌দেশ প‌রি‌বেশ আ‌ন্দোলন (বাপা) কুতুবদিয়া,সাংবা‌দিকরা মানববন্ধন সহ নানা কর্মসূ‌চি পালন ক‌রেন।

কোন প্রকল্প ছাড়া সেখা‌নে সৌন্দর্য বৃ‌দ্ধি, সিএন‌জি টা‌র্মিনাল, কখ‌নো বঙ্গবন্ধু গেইট আবার টয়‌লেট নির্মা‌ণের মত নানা অজুহাত দেখিয়ে খাল ভরা‌টের জন্য ওপর মহলে মোটা অং‌কের টাকাও খরচ ক‌রেন বলে জানা যায় হা‌লিম চেয়ারম‌্যান।

স্থানীয় সংবাদকর্মীরা খাল রক্ষার প্রচেষ্টায় মি‌ডিয়ায় স‌চিত্র সংবাদ প্রচার করায় তা‌দের‌কে চাঁদাবাজ বল‌তেও সং‌কোচ ক‌রেন‌নি এ ইউ‌পি চেয়ারম‌্যান।

খাল ভরা‌টে ক্ষ‌তিগ্রস্ত স্থানীয় মৌলভী পাড়ার মো; শাহজাহান ও নাথ পাড়ার গৌরাঙ্গ নাথ ব‌লেন, খাল‌টি রক্ষায় এলাকার ক‌য়েকশত নারী-পুরুষ স‌ক্রিয় ভূ‌মিকা পালন ক‌রেন। ঊর্ধ্বতন বি‌ভিন্ন দপ্ত‌রে তারা লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। অব‌শে‌ষে চেয়ারম‌্যা‌নের স্বার্থরক্ষার অপ‌কৌশল বাস্তবায়ন কর‌তে না পে‌রে রা‌তের আঁধা‌রে খা‌লে ফেলা সমস্ত মা‌টি ট্রাক ভ‌রে অন‌্যত্র তু‌লে নি‌তে বাধ‌্য হ‌য়ে‌ছেন।

উপ‌জেলা সহকারি ক‌মিশনার(ভূ‌মি) জর্জ মিত্র চাকমা জানান, উত্তর ধুরুং চেয়ারম‌্যা‌নের উ‌দ্যোগটা যে‌হেতু এলাকাবা‌সী চা‌চ্ছে না বা ক্ষতির কারণ হচ্ছে, সেহেতু সরকা‌রি খাল সংরক্ষণ বি‌রোধী পর্যা‌য়ের সম্ভাবনা দে‌খা দেয়ায় চেয়ারম‌্যান‌কে কাজ বন্ধ রাখার নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page