Thursday, May 9, 2024

স্পন্দন-টিটিএন বিজয়ের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

গান আর আবৃত্তি দিয়েই শুরু হয় বিজয়ের চৈতন্য বিজয়ের রচনা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন বাংলাদেশ ও সংবাদ মাধ্যম টিটিএনের যৌথ প্রচেষ্টায় বিজয়ের মাস ডিসেম্বরে শুরু হয় বিজয়ের রচনা প্রতিযোগিতা। যেখানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। তারমধ্য থেকে দুটি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও প্রশংসা পত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, টিটিএন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম স্পন্দন বাংলাদেশ ও টিটিএনের এমন আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে দেশের অন্যতম অনুসন্ধানী সাংবাদিক সালাউদ্দিন হেলালী কমল ক্যাপিটল অব ডিপ্লোমেটিক জোন হিসেবে কক্সবাজারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

স্পন্দন বাংলাদেশের চেয়ারম্যান সেঁজুতি তৌফিক জানান, স্পন্দন বাংলাদেশ সংগঠন হিসেবে শিশু, কিশোর এবং যুবকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাবে।

টিটিএনের পক্ষ থেকে বার্তা সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, টিটিএন সমাজের চোখ হয়ে অসঙ্গতি দেখায়। এমন আয়োজন দর্শকদের সাথে সংবাদ মাধ্যমটির যূথবদ্ধ সম্পর্ক তৈরির প্রচেষ্টা।

টিটিএনের নিজস্ব প্রতিবেদক মুরাদ মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনের সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে বিজয়ীরা হলেন-

ক বিভাগ:

প্রথম স্থান –
আব্তাহী মোঃ আল্ জাওয়াদ।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি।

দ্বিতীয় স্থান-
তুষি দাশ পুতুল
এ কে এম মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুল

তৃতীয় স্থান-
মোহাম্মদ আদেনুল হাকিম রায়ান
ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা।

খ বিভাগ:

প্রথম স্থান –
এশফাকুর রহমান মিছবাহ
চট্টগ্রাম কলেজ।

দ্বিতীয় স্থান-
তুলি দাশ
কক্সবাজার সরকারি কলেজ।

তৃতীয় স্থান-
সেবক দাশ
কক্সবাজার সিটি কলেজ

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page