Sunday, May 19, 2024

সদর উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ২৮.৪৪ শতাংশ

শাহেদ হোছাইন মুবিন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৮.৪৪ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন ।

সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার (৮ মে ) সন্ধ্যায় কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নাজিম উদ্দিন জানান, সদর উপজেলায় ৮২ টি ভোট কেন্দ্রে ৬৩ হাজার ৩৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারমধ্যে ৬৩ হাজার ১৫৫ টি ভোট বৈধ হয় এবং ২১৮ টি ভোট অবৈধ।

ফলাফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছার ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে ৮ হাজার ৯১৯ ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৬ হাজার ৫৫ ভোট।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page