Sunday, May 19, 2024

চেয়ারম্যান পদে বিজয়ী ব্যারিস্টার হানিফ, ভাইস চেয়ারম্যান পদে আকবর খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে বুধবার প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে ভোটারদের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৩৭টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায়,নির্বাচন অফিস,কেন্দ্রের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং, পুলিং,এজেন্টসহ সম্মিলিত টিম ওয়ার্কে ভোট গ্রহণ করে নির্বাচন সম্পন্ন করেছেন। এদিকে চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে ব্যারিস্টার হানিফ বিন কাসেম ঘোড়া প্রতীক নিয়ে ২৭৩৯৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মৌলভী আসহাব উদ্দিন কুতুবী আনারস প্রতীক নিয়ে ৫৫২২ভোট পেয়েছেন। আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭৪৬ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ ৩৭.৮৩%।
ভাইস চেয়ারম্যান প্রার্থী তিন জন, তন্মধ্যে আকবর খাঁন উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৯৯৭৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জুনায়েদুল হক চশমা প্রতীক নিয়ে ১৩২৫২ ভোট পেয়েছেন। ফরিদ উদ্দিন তালুকদার বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দুইজন, হাছিনা আক্তার বিউটি কলস প্রতীক নিয়ে ২১৪৫৯ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বি প্রার্থী সৈয়দা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক নিয়ে ১৫১১০ ভোট পেয়েছেন। মোট ভোট গ্রহণ৩৭.৮৩%।
এ নির্বাচনে ৬ ইউনিয়নে মোট ৩৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৯৭১৭০জন। পুরুষ ভোটার-৫১,৫৬৯ জন,মহিলা ভোটার ৪৫,৬০১ভোট।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page