লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা থেকে ”এফবি ফাতেমা” নামক একটি ফিশিং বোট ১১জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে গত শুক্রবার সমুদ্রে যায়৷
১ নভেম্বের মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ১১ জেলেসহ ৪দিন ধরে বোটটি ভাসতে থাকে সাগরে৷
অবশেষে ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর মঙ্গলবার একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন- প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ৪ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড উদ্ধার অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ১১জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 





















