টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে আবু তালেব নামের ৭ মামলার পলাতক আসামী কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তি র্যাব জানায়।
র্যাব-১৫’র সহকারী পরিচালক আ. ম. ফারুক প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ এর সিপিসি ২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আবু তালেব কে গ্রেফতার করে।
সে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ৭ টি মামলার পলাতক আসামী ও
মাদক বিরোধী টাস্কফোর্স ঘোষিত মাদক কারবারী বলে র্যাব জানায়।
গ্রেফতার হওয়া আবু তালেব (৩০) হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার নুরুল কবিরের পুত্র।
তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।