কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে সুপ্রভাত কক্সবাজারের সম্মেলন ও কাউন্সিল-২৫ অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ এবং প্রাণবন্ত আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে গঠিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি।
ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সভাপতি: মো: তারেকুল ইসলাম
সাধারণ সম্পাদক: সুদীপ্ত ধর
অর্থ সম্পাদক: শুভাশিস ধর
সাংগঠনিক সম্পাদক: সায়ন্তন ভট্টাচার্য
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাসাদ কক্সবাজারের সদস্য সচিব ও সামাজিক সংগঠন ‘স্বপ্নের সিঁড়ি’ র প্রতিষ্ঠাতা আরাফাত সাইফুল আদর। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সম্মেলন ও কাউন্সিলের আহবায়ক অধ্যাপক আপন চন্দ্র দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সায়ন্তন ভট্টাচার্য। প্রায় অর্ধশতাধিক ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার পর উপস্থিত সদস্যরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন নেতৃত্বকে বরণ করে নেন।
অনুষ্ঠানে সিনিয়র সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সুভাষ দাশ, রাজীব কর্মকার, জালাল উদ্দীন ইমন ও সঞ্জয় বিশ্বাস। তাঁরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
কক্সবাজারের ক্রীড়াঙ্গনে “সুপ্রভাত কক্সবাজার” ইতিমধ্যেই একটি পরিচিত নাম। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করে আসছে।
নবনির্বাচিত সভাপতি মো: তারেকুল ইসলাম বলেন, “আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে ‘সুপ্রভাত কক্সবাজার’-এর নাম আরও উজ্জ্বল করব। ভ্রাতৃত্বের বন্ধন ও মানবতার সেবায় আমাদের যাত্রা চলবে আরও শক্তিশালীভাবে।”
সাধারণ সম্পাদক সুদীপ্ত ধর জানান, “ক্রীড়াঙ্গনের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও আমরা সক্রিয় থাকব। আমাদের লক্ষ্য— তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।”
সংগঠনটির স্লোগান— “ভ্রাতৃত্বের বন্ধনে, মানবতার সেবায়।” নতুন নেতৃত্ব বিশ্বাস করে, এই স্লোগানকে সামনে রেখে সুপ্রভাত কক্সবাজার আগামী দিনে ক্রীড়া ও সামাজিক অঙ্গনে আরও কার্যকর ও প্রভাবশালী ভূমিকা রাখবে।