বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় স্থানীয়দের প্রচেষ্টায় যাত্রা শুরু তুমব্রু উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নতুন শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন বান্দরবান জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) মাহবুবউল করিম। ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এসময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
প্রান্তিক জনপদ তুমব্রুতে বিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে থাকা উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মাহবুবউল করিম বলেন, ‘ তুমব্রুবাসী এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় অবদান রেখে শিক্ষার প্রসারে যে ভূমিকা রেখেছেন তা আসলেই প্রশংসার যোগ্য। আমি তুমব্রু উচ্চ বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করি।’
পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক পাঠদান শুরু করা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই শতাধিক।
জ্যেষ্ঠ প্রতিবেদক 





















