চলছে শীতকাল। সারাদিন সূর্য উঠেনি কক্সবাজারে। সারাদিন মেঘে ঢাকা ছিলো আকাশ। এবার আবহাওয়া অফিসের অগ্রীম সতর্কতা অনুযায়ী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। জেলার রামু, মহেশখালী সহ বিভিন্ন উপজেলায় এবং কক্সবাজার শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।