শিশুকন্যা আছিয়া সহ সাম্প্রতিক সময়ে সারা দেশে সংগঠিত ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে কক্সবাজার জেলা “খেলাঘরের প্রতিবাদ ” কর্মসূচি ১২ মার্চ বিকেলে ৩.৩০ টায় কক্সবাজার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হবে ।
“খেলাঘরের প্রতিবাদ” কর্মসূচিতে খেলাঘরের সকল ভাই বোন, নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ীদের শিশু সহ উপস্থিত থেকে “ শিশু ধর্ষণ, হত্যা, শোষণ , নিপীড়ন ও নির্যাতন বন্ধের দাবীতে “খেলাঘরের প্রতিবাদ ” কর্মসূচিকে জোরালো করার জন্য আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন।
শিশু ধর্ষণ, হত্যা, শোষণ , নিপীড়ন ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিশুদের পূর্ন নিরাপত্তা ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ত্বরান্বিত করতে অভিভাবক সবাইকে এগিয়ে আসার আহবান জানান।