বান্দরবানের লামার মিরিঞ্জা ভ্যালী ডেঞ্জার হিল রিসোর্ট থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে লামার মিরিঞ্জা ভ্যালী ডেঞ্জার হিল রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ধারনা করা হচ্ছে আনোয়ার হোসেন (৪৭) নামের এই পর্যটক আত্মহত্যা করেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তোফাজ্জল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতে পর্যটক আনোয়ারের মৃত্যু হয়।
বুধবার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে মনে হয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত আনোয়ার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে।