সম্ভাব্য ‘অতিভারী বৃষ্টিপাত’ এর কথা মাথায় রেখে কক্সবাজারে ভূমিধসের আগাম সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (২৬ মে) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, আগামী বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী (>৮৮ মি.মি/২৪ঘন্টা) বর্ষণ হতে পারে।
বার্তায় আরো উল্লেখ করা হয়, অতিবর্ষণের প্রভাবে চট্টগ্রাম,কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনায় রয়েছে।
এদিকে ‘ভূমিধস’ প্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।
সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আগাম অনুরোধ জানিয়েছে প্রশাসন।