রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে ইয়াবার লেনদেনে মিয়ানমারের মুদ্রা কিয়াটের ব্যবহার করছে কারবারীরা।
১ লক্ষ ৬০ হাজার কিয়াট ও ৫৫০ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক কারবারি ‘কে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াই টা’র দিকে ২ নং/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত শেফায়েত উল্লাহ (৩০), ঐ ক্যাম্পের মৃত গোলাম হোসেনের ছেলে।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন (অতিরিক্ত ডিআইজি) বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রচলিত আইনে ব্যবস্থা নিয়ে আটককৃতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।