বাংলাদেশ নারী প্রগতি সংঘ (BNPS) রোহিঙ্গা শিবির ও আশপাশের স্থানীয় কমিউনিটির ১ হাজার ১৩০ জন নারীদের জন্য ‘ডিগনিটি কিট’ সরবরাহে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে সিলবদ্ধ দরপত্র আহ্বান করেছে। সংস্থাটির কক্সবাজার অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউএন উইমেনের সহায়তায় পরিচালিত উইমেন’স লিডারশিপ প্রজেক্টের আওতায় এসব ডিগনিটি কিট বিতরণ করা হবে।
দরপত্রে উল্লেখিত ডিগনিটি কিটের সেট নিম্নরুপ–
কাপড় ধোয়ার সাবান (তিব্বত,১৩০ গ্রাম)– ২ টি
ঢাকনাসহ বালতি (আরএফএল,২০ লি.)– ১ টি
গোসলের সাবান (ডেটল,৭৫ গ্রাম)– ১ টি
স্যান্ডেল (এপেক্স,সাইজ-৩৮) – ১ জোড়া
টর্চলাইট (ব্রাইট স্টার,বিএস-৮৬৫৫) – ১ টি
স্যানিটারি প্যাড (সেনোরা,১০ প্যাড) – ৪ প্যাকেট
অন্তর্বাস (এম/এল সাইজ) – ২ টি
চিরুনী (মাঝারি সাইজ) – ১ টি
নখ কাটুনি (মাঝারি সাইজ) – ১ টি
আয়না (২০×১৬ সে.মি) – ১ টি
টুথব্রাশ (মেটাডোর প্রিমিয়াম) – ১ টি
টুথপেস্ট (মেডিপ্লাস,১০০ গ্রাম) – ১ টি
স্যাভলন লিকুইড (১১২ মি.লি) – ১ বোতল
পোশাক (থামি জাতীয়,কালো নয়) – ২ সেট
গামছা (মাঝারি সাইজ) – ১ টি
বাঁশি (ফক্স ৪০) – ১ টি
আগ্রহী বিক্রেতাদের নিজস্ব লেটারহেডে ভ্যাট-ট্যাক্সসহ মূল্য প্রস্তাব পাঠানোর পাশাপাশি সংস্থার কাছে জমা দিতে হবে সংক্ষিপ্ত কোম্পানি প্রোফাইল, বৈধ ট্রেড লাইসেন্স, টিআইএন ও বিআইএনের কপি এবং একটি ব্ল্যাংক চেক।
সব কাগজপত্র ও দরপত্র আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে BNPS কক্সবাজার অফিসের প্রকল্প সমন্বয়কারীর নিকট—
সারোয়ার টাওয়ার (২য় তলা, ফ্ল্যাট-১), ওয়েস্ট লারাপাড়া বাইপাস রোড (বাস টার্মিনালের কাছে), কক্সবাজার।
সংস্থাটি জানিয়েছে— যেকোনো দরপত্র গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার BNPS সংরক্ষণ করে।
নিজস্ব প্রতিবেদক 

























