ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার উখিয়ায় হত্যার পর স্ত্রী’র ম’র’দে’হ হাসপাতালে রেখে পালালো স্বামী নিতান্ত প্রয়োজন না হলে ভারত-পাকিস্তান সফর না করার পরামর্শ দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক আন্দোলনে অটোরিকশা চালকরা- “আমরা চোর ডাকাত হয়ে যাবো” মালয়েশিয়া নয়, ঢাকাতেই ছিলেন জাফর রয়েছে হত্যাসহ আটটি মামলা নিজস্ব প্রতিবেদক খুনের মামলায় ‘সন্ত্রাসী’ সাজ্জাদের রিমান্ড মঞ্জুর ৮ মাস পেরিয়ে গেলেও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে কাঁচা আম নাকি পাকা আম, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো? রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা পেকুয়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ওপর হামলা- আহত ২ জাতীয় ফুটবল লীগ অনুর্ধ্ব-১৫ ফাইনালে প্লেয়ার অব দ্য ফাইনাল হলেন মহেশখালীর শাওন ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস: রিজভী

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। নাটকীয় ম্যাচে নির্ধারিত সময় শেষে ২-২ গোলের পর অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ের শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক গোল করেন জুলস কুন্ডে, ৩-২ গোলের জয়ে শিরোপার আনন্দে মাতে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ অবশ্য চলতি মৌসুমে চোটজর্জর দল নিয়ে ভীষণ সংগ্রাম করছে। সেভিয়ায় কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালে দেখা গেল সেই একই চিত্র। খেলার ৯ মিনিটের মাথায় আগে থেকে চোট থাকা ফেরল্যান মেন্ডিকে মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে।

ম্যাচের প্রথম আক্রমণ আসে লামিন ইয়ামালের থেকে। জুলস কুন্ডের দুর্দান্ত একটি হেড ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ২৮ মিনিটে বার্সাকে আর ঠেকাতে পারেনি রিয়াল। লামিনের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে পেদ্রির করা বুলেট গতির শটের নাগাল পাননি কোর্ত্তয়া। দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা।

৩৫ মিনিটের সময় ম্যাচে সমতা আনার সুযোগ ছিল, গোল দেন জুড বেলিংহ্যাম। কিন্তু এ ইংলিশম্যান অফসাইডে থাকায় গোল বাতিল হয়। গোল হজম করে কিছুটা আক্রমণে উঠার চেষ্টা ছিল লস ব্লাঙ্কোসদের। পাল্টা আক্রমণে দানি ওলমোর কর্নার শটে প্রায় গোল পেয়েছিল বার্সা, বারে লেগে হয়নি সেটা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল পেনাল্টিও পেয়ে যায়, এবার ভিনিসিয়াস জুনিয়র অফসাইডে থাকায় সেই সুযোগও হারায় রিয়াল। প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি।

বিরতি থেকে ফিরে খোলস ছাড়তে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথম ১০ মিনিটে রিয়ালের করা চারটি বড় আক্রমণ ঠেকিয়ে দেন সেজেসনি, বিপরীতে রাফিনহা দিয়াস নিশ্চিত এগিয়ে যাওয়ার মত দুটি সুযোগের দুটিই গোলবারের বাইরে দিয়ে মারেন। তবে ৭০ মিনিটে রিয়ালকে আর আটকে রাখতে পারেনি বার্সা। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে সমতা আনেন কাইলিয়ান এমবাপে।

সমতায় ফিরে রিয়াল আক্রমণের সংখ্যা বাড়াতে থাকে। ৭৭ মিনিটে আসে রিয়ালের কাঙ্খিত গোল। টানা তৃতীয় কর্নার থেকে অরেলিও চুয়ামেনির হেডের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বার্সেলোনা সময় নিয়েছে ৭ মিনিট, ৮৪ মিনিটে গোল করে সমতা আনেন ফেরান তরেস। ডি বক্সের বাইরের বল নিয়ন্ত্রণ নিয়ে কোর্ত্তয়াকে বোকা বানাতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের পর যোগ করা হয় ৬ মিনিট। খেলার একদম শেষ মিনিটে রিয়ালের ডি বক্সে রাফিনহাকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। ভিএআর দেখে রেফারি রাফিনহাকে ডাইভ দেয়ায় পেনাল্টি বাদ করে হলুদ কার্ড দেন। নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় খেলা শেষ হয়।

যোগ করা সময়ের প্রথমার্ধে দুদল কিছু সুযোগ তৈরি করা ছাড়া কিছু করতে পারেনি। ১০৭ মিনিটে তরেস আরেকটি গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। পরের মিনিটে বার্সার ফেরমিন লোপেজ আরেকটি সুযোগ হাতছাড়া করেন। ১১৭ মিনিটে ম্যাচ আসে বার্সার হাতে। ম্যাচের প্রথম গোলের মত এবার জুলস কুন্ডের দূরপাল্লার শট, কোর্ত্তয়ার হাতের ফাঁক গলে বল জালে জড়ায়। জয়ের আনন্দে মেতে উঠে বার্সেলোনা।

এই মৌসুমের তিন এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তারপর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে শিষ্যরা বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার

This will close in 6 seconds

রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা

আপডেট সময় : ০৫:১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। নাটকীয় ম্যাচে নির্ধারিত সময় শেষে ২-২ গোলের পর অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ের শেষ হওয়ার চার মিনিট আগে জয়সূচক গোল করেন জুলস কুন্ডে, ৩-২ গোলের জয়ে শিরোপার আনন্দে মাতে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ অবশ্য চলতি মৌসুমে চোটজর্জর দল নিয়ে ভীষণ সংগ্রাম করছে। সেভিয়ায় কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালে দেখা গেল সেই একই চিত্র। খেলার ৯ মিনিটের মাথায় আগে থেকে চোট থাকা ফেরল্যান মেন্ডিকে মাঠ ছাড়তে হয়। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতে।

ম্যাচের প্রথম আক্রমণ আসে লামিন ইয়ামালের থেকে। জুলস কুন্ডের দুর্দান্ত একটি হেড ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ২৮ মিনিটে বার্সাকে আর ঠেকাতে পারেনি রিয়াল। লামিনের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে পেদ্রির করা বুলেট গতির শটের নাগাল পাননি কোর্ত্তয়া। দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০তে এগিয়ে যায় বার্সেলোনা।

৩৫ মিনিটের সময় ম্যাচে সমতা আনার সুযোগ ছিল, গোল দেন জুড বেলিংহ্যাম। কিন্তু এ ইংলিশম্যান অফসাইডে থাকায় গোল বাতিল হয়। গোল হজম করে কিছুটা আক্রমণে উঠার চেষ্টা ছিল লস ব্লাঙ্কোসদের। পাল্টা আক্রমণে দানি ওলমোর কর্নার শটে প্রায় গোল পেয়েছিল বার্সা, বারে লেগে হয়নি সেটা। প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল পেনাল্টিও পেয়ে যায়, এবার ভিনিসিয়াস জুনিয়র অফসাইডে থাকায় সেই সুযোগও হারায় রিয়াল। প্রথমার্ধে কোনো দল আর গোল করতে পারেনি।

বিরতি থেকে ফিরে খোলস ছাড়তে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথম ১০ মিনিটে রিয়ালের করা চারটি বড় আক্রমণ ঠেকিয়ে দেন সেজেসনি, বিপরীতে রাফিনহা দিয়াস নিশ্চিত এগিয়ে যাওয়ার মত দুটি সুযোগের দুটিই গোলবারের বাইরে দিয়ে মারেন। তবে ৭০ মিনিটে রিয়ালকে আর আটকে রাখতে পারেনি বার্সা। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকে সমতা আনেন কাইলিয়ান এমবাপে।

সমতায় ফিরে রিয়াল আক্রমণের সংখ্যা বাড়াতে থাকে। ৭৭ মিনিটে আসে রিয়ালের কাঙ্খিত গোল। টানা তৃতীয় কর্নার থেকে অরেলিও চুয়ামেনির হেডের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বার্সেলোনা সময় নিয়েছে ৭ মিনিট, ৮৪ মিনিটে গোল করে সমতা আনেন ফেরান তরেস। ডি বক্সের বাইরের বল নিয়ন্ত্রণ নিয়ে কোর্ত্তয়াকে বোকা বানাতে ভুল করেননি স্প্যানিশ ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের পর যোগ করা হয় ৬ মিনিট। খেলার একদম শেষ মিনিটে রিয়ালের ডি বক্সে রাফিনহাকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। ভিএআর দেখে রেফারি রাফিনহাকে ডাইভ দেয়ায় পেনাল্টি বাদ করে হলুদ কার্ড দেন। নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় খেলা শেষ হয়।

যোগ করা সময়ের প্রথমার্ধে দুদল কিছু সুযোগ তৈরি করা ছাড়া কিছু করতে পারেনি। ১০৭ মিনিটে তরেস আরেকটি গোল করলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। পরের মিনিটে বার্সার ফেরমিন লোপেজ আরেকটি সুযোগ হাতছাড়া করেন। ১১৭ মিনিটে ম্যাচ আসে বার্সার হাতে। ম্যাচের প্রথম গোলের মত এবার জুলস কুন্ডের দূরপাল্লার শট, কোর্ত্তয়ার হাতের ফাঁক গলে বল জালে জড়ায়। জয়ের আনন্দে মেতে উঠে বার্সেলোনা।

এই মৌসুমের তিন এল ক্ল্যাসিকোতে বার্সার কাছে পাত্তা পায়নি রিয়াল। লা লিগায় গত অক্টোবরে বার্সা জিতেছে ৪-০ গোলে। তারপর সৌদি আরবে সুপার কাপের ফাইনালে শিষ্যরা বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে।