ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চশিক্ষা নিশ্চিত করতে কক্সবাজারে দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন চায় শিবির টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার মহেশখালীতে পুলিশের অভিযানে আটক-১ সাংবাদিক হাফিজের বাবার জানাজা সোমবার সকাল ১০ টায় সাংবাদিক হাফিজের বাবার ইন্তেকাল: টিটিএনের শোক “গোলদীঘিতে ধরা পড়া কাতলা মাছটি ১১ কেজি নয়, প্রকৃত ওজন ৬ কেজি” আসছে “মন্থা”, কক্সবাজারে বৃষ্টি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে: আঘাত হানবে মঙ্গল বা বুধবার প্রথম দিনই ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, ৯২০০ টাকায় বিক্রি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কোথায়, কখন আঘাত হানতে পারে সবুজ ঘাসে ঢাকা চট্টগ্রামের উইকেট, কেমন হবে রান পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩ কি হতে পারে: নির্বাচন, না নতুন অন্তর্বর্তী সরকার? ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো বাসটার্মিনাল এলাকার বাসিন্দারা টেকনাফ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: দলীয় লেজুড়বৃত্তির সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

রামু থানায় উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় পুলিশের সাবেক কনস্টেবলকে জড়িয়ে অপপ্রচার হচ্ছে দাবী

গত শনিবার রাতে রামু থানার পুলিশ একটি এক্স নোহা গাড়ি থেকে চালকসহ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, ওই ঘটনায় গাড়ি চালক নেজাম উদ্দিনকে প্রধান আসামী করে দুইজনের বিরোদ্ধে মামলা দায়ের করে রামু থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন, মামলা নং-৩৭, মামলায় চালক নেজামকে গ্রেপ্তার এবং ইয়াবার মালিক মোঃ দেলোয়ারকে পলাতক দেখিয়ে আসামী করা হয়।নেজাম হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ার মৃত আইয়ুুব আলীর ছেলে, দেলোয়ারের বাড়ি হ্নীলার নয়াপাড়া এলাকায়।

এদিকে এ ঘটনায় কক্সবাজারের একটি অনলাইন পোর্টালে গাড়ি চালক নেজামের ছবির সাথে পুলিশের সাবেক কনস্টেবল সাজেদের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

অন্যদিকে মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রামু থানার ওই মামলায় কনস্টেবল সাজেদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাছাড়া মামলায় অজ্ঞাত আসামীও নাই।যদিওবা অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদটি তাঁরা সরিয়ে নিয়েছে।

এ সংবাদে পুলিশের সাবেক কনস্টেবল সাজেদের মানহানি হয়েছে জানিয়ে তিনি বলেন, রামু থানার ওই মামলার বাদী, আসামী এবং স্বাক্ষী কেউই আমার ব্যাপারে জানেন না, ওই ঘটনার সাথে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, তারপরেও ওই নিউজ পোর্টালে ইয়াবাসহ আটক গাড়িচালক নেজামের সাথে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশ করে।
সাজেদ আরও জানান, তিনি দীর্ঘদিনধরে এলাকায় থাকেন না, কর্মস্থল চট্টগ্রামে থাকেন।

এদিকে এ সংবাদের ব্যাখ্যা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন পুলিশের সাবেক কনস্টেবল সাজেদ, নিচে যা হুবহু তুলে ধরা হলো।

সাজেদের ব্যাখ্যা ও প্রতিবাদ ::

প্রকৃত ঘটনা হচ্ছে, গেল রবিবার (২৩ মার্চ ) এসআই ইসমাইল হোসেন সঙ্গীফোর্সসহ প্রাইভেট নোহা গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ নেজাম উদ্দিন নামে এক যুবককে আটক করে এবং দেলোয়ার নামে আরেকজনকে পলাতক আসামি করে রামু থানায় দুইজনের নামে মাদক মামলা দায়ের করা হয়। এজাহারে কোথাও আমার নাম উল্লেখ নেই। এমনকি আমার নামে বাংলাদেশের কোথাও কোনো মামলা নেই। সিসিএন নিউজে রামু থানার ওসির বরাতে আমার নাম লিখলেও, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী নিজেই আমাদের জানিয়েছেন যে, কোনো সাংবাদিক তাকে ফোন দেয়নি এবং তিনি কাউকে বলেনি আমার নাম। ওসির সাথে কথা না বলে কিভাবে অন্যজনের নাম মাদকের মতো ভয়ংকরকান্ডে ওসির বরাতে চালিয়ে দেয়? এ কেমন সাংবাদিকতা? এমনকি মামলার বাদী ইসমাইল হোসেন নিজেও আমাদেরকে
জানিয়েছেন যে, সাজেদ নামের কোনো ব্যক্তির নাম তাকেও জানাইনি আটক নেজাম উদ্দিন। পুলিশের মামলার এজাহারে নেই, ওসি এবং বাদী নিজেও জানে না আমার নাম। এমতাবস্থায় সিসিএনসহ যারাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে অপপ্রচার করে মানহানি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। এমন জঘন্য অপপ্রচারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করছি।তাছাড়া আমার নামে দেশের কোনো থানায় মামলা বা জিডি নাই, তাই এ সংবাদে আমার নাম কেন আসলো তা বোধগম্য নয়।তবে ধারণা করছি, স্থানীয় কিছু কুচক্রী মহল আমার পরিবারের সাথে পূর্বের জমিবিরোধের জেরে ভুল তথ্য প্রচার করছে।

প্রতিবাদকারী ::
মুহাম্মদ সাজেদ
কুতুবদিয়াপাড়া, ৩ নং ওয়ার্ড, হোয়াইক্যং, টেকনাফ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

রামু থানায় উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় পুলিশের সাবেক কনস্টেবলকে জড়িয়ে অপপ্রচার হচ্ছে দাবী

আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

গত শনিবার রাতে রামু থানার পুলিশ একটি এক্স নোহা গাড়ি থেকে চালকসহ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, ওই ঘটনায় গাড়ি চালক নেজাম উদ্দিনকে প্রধান আসামী করে দুইজনের বিরোদ্ধে মামলা দায়ের করে রামু থানা পুলিশের এসআই ইসমাইল হোসেন, মামলা নং-৩৭, মামলায় চালক নেজামকে গ্রেপ্তার এবং ইয়াবার মালিক মোঃ দেলোয়ারকে পলাতক দেখিয়ে আসামী করা হয়।নেজাম হোয়াইক্যংয়ের কুতুবদিয়া পাড়ার মৃত আইয়ুুব আলীর ছেলে, দেলোয়ারের বাড়ি হ্নীলার নয়াপাড়া এলাকায়।

এদিকে এ ঘটনায় কক্সবাজারের একটি অনলাইন পোর্টালে গাড়ি চালক নেজামের ছবির সাথে পুলিশের সাবেক কনস্টেবল সাজেদের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

অন্যদিকে মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রামু থানার ওই মামলায় কনস্টেবল সাজেদের কোনো সংশ্লিষ্টতা নেই, তাছাড়া মামলায় অজ্ঞাত আসামীও নাই।যদিওবা অনলাইন নিউজ পোর্টাল থেকে সংবাদটি তাঁরা সরিয়ে নিয়েছে।

এ সংবাদে পুলিশের সাবেক কনস্টেবল সাজেদের মানহানি হয়েছে জানিয়ে তিনি বলেন, রামু থানার ওই মামলার বাদী, আসামী এবং স্বাক্ষী কেউই আমার ব্যাপারে জানেন না, ওই ঘটনার সাথে তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, তারপরেও ওই নিউজ পোর্টালে ইয়াবাসহ আটক গাড়িচালক নেজামের সাথে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশ করে।
সাজেদ আরও জানান, তিনি দীর্ঘদিনধরে এলাকায় থাকেন না, কর্মস্থল চট্টগ্রামে থাকেন।

এদিকে এ সংবাদের ব্যাখ্যা এবং প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন পুলিশের সাবেক কনস্টেবল সাজেদ, নিচে যা হুবহু তুলে ধরা হলো।

সাজেদের ব্যাখ্যা ও প্রতিবাদ ::

প্রকৃত ঘটনা হচ্ছে, গেল রবিবার (২৩ মার্চ ) এসআই ইসমাইল হোসেন সঙ্গীফোর্সসহ প্রাইভেট নোহা গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ নেজাম উদ্দিন নামে এক যুবককে আটক করে এবং দেলোয়ার নামে আরেকজনকে পলাতক আসামি করে রামু থানায় দুইজনের নামে মাদক মামলা দায়ের করা হয়। এজাহারে কোথাও আমার নাম উল্লেখ নেই। এমনকি আমার নামে বাংলাদেশের কোথাও কোনো মামলা নেই। সিসিএন নিউজে রামু থানার ওসির বরাতে আমার নাম লিখলেও, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী নিজেই আমাদের জানিয়েছেন যে, কোনো সাংবাদিক তাকে ফোন দেয়নি এবং তিনি কাউকে বলেনি আমার নাম। ওসির সাথে কথা না বলে কিভাবে অন্যজনের নাম মাদকের মতো ভয়ংকরকান্ডে ওসির বরাতে চালিয়ে দেয়? এ কেমন সাংবাদিকতা? এমনকি মামলার বাদী ইসমাইল হোসেন নিজেও আমাদেরকে
জানিয়েছেন যে, সাজেদ নামের কোনো ব্যক্তির নাম তাকেও জানাইনি আটক নেজাম উদ্দিন। পুলিশের মামলার এজাহারে নেই, ওসি এবং বাদী নিজেও জানে না আমার নাম। এমতাবস্থায় সিসিএনসহ যারাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে অপপ্রচার করে মানহানি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছি। এমন জঘন্য অপপ্রচারে প্রশাসনসহ কাউকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করছি।তাছাড়া আমার নামে দেশের কোনো থানায় মামলা বা জিডি নাই, তাই এ সংবাদে আমার নাম কেন আসলো তা বোধগম্য নয়।তবে ধারণা করছি, স্থানীয় কিছু কুচক্রী মহল আমার পরিবারের সাথে পূর্বের জমিবিরোধের জেরে ভুল তথ্য প্রচার করছে।

প্রতিবাদকারী ::
মুহাম্মদ সাজেদ
কুতুবদিয়াপাড়া, ৩ নং ওয়ার্ড, হোয়াইক্যং, টেকনাফ।