জুলাই ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রামুর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
নুরুল ইসলাম রামুর কাউয়ার খোপ ইউনিয়নের উখিয়ারঘোনা ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন।
অভিযোগ আছে, ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি মামলা (সিআর ৪১৩), মিথ্যামামলাসহ নানাবিধ অপরাধের গডফাদার বনে যান এই আওয়ামী লীগ নেতা। তার নামে ইউনিয়ন পরিষদের ক্ষমতা অপব্যবহার করে মানুষের ত্রান ধ্বংসসহ নানাবিধ অনৈতিক কাজের অভিযোগও রয়েছে।
নুরুল ইসলাম ২০০২ সাল উখিয়ার ঘোনায় রশিদ আহমেদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি।
সম্প্রতি শতাধিক এমইউপির অংশগ্রহণে কক্সবাজারের ইউনি রিসোর্টে অনুষ্ঠিত এক সভা থেকে বেশ কয়েকজন আ’লীগ সমর্থিতদের আটক করা হলেও নুরুল ইসলাম সহ অনেকে পালিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য নুরুল ইসলামকে র্যাব ১৫ এর একটি দল কক্সবাজার থেকে আটক করে। আটকের পর তাকে র্যাব হেফাজতে নেওয়া হয়। পরে থাকে রামু থানায় হস্তান্তর করে র্যাব ১৫।