রামুর জোয়ারিয়ানা ইউনিয়নের মহাসড়কের পাশে অবৈধ বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ওই অভিযানে বালুভর্তি একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল।
দুপুরে জব্দকৃত ড্রাম ট্রাক নিলাম প্রদান করে ১০ লাখ ২৫ হাজার টাকা পাওয়া যায়। যা রামুর ইতিহাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেকর্ড রাজস্ব আদায়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়- জোয়ারিনালা ইউনিয়নের মহাসড়কের পাশের রাস্তায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। কয়েকবার ব্যর্থ অভিযানের পর অভিযানে সফলতা আসে।
সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল বলেন- বালুদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।