মহেশখালীর কালারমারছড়ায় শাহাদাত হোসেন দোয়েল (৪৯) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সাদ্দাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালারমারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সাদ্দাম নিহত দোয়েলের ভাতিজা এবং কালারমারছড়ার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।
গত রোববার উপজেলার কালারমারছড়ার মুজিব কিল্লা এলাকায় অভ্যন্তরীণ গোষ্ঠীগত দ্বন্দ্বে দোয়েলকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারে তৎপর ছিল।
ওসি মঞ্জুরুল হক বলেন, “গ্রেফতার সাদ্দামেরর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আর কারা জড়িত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
নিজস্ব প্রতিবেদক 



















