চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয় ব্যবসায়ী তায়েব উল্লাহ তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ একসাথে দুইটা ঘটনা,
আজ রাত ১টা বাজে চকরিয়া হারবাং এলাকায় ১০-১৫ জন লাটিসোটা নিয়ে আমাদের গাড়ি দাঁড় করিয়ে এনসিপির লোক খুঁজতেছে’।
শেষাংশে তিনি আরো লিখেন, ‘ এর একটুপর এসে দেখি চকরিয়া কলেজের সামনে ছাত্রলীগের মিছিল,গাড়ি ব্লক করে দিয়ে টায়ার জালাচ্ছে, মূলত হচ্ছেটা কি চকরিয়ায়? ‘
জানা গেছে, গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে ফেসবুকের পেজ থেকে রবিবার (২০ জুলাই) সারাদেশে হরতাল ঘোষণার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন।