কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন।
‘Run for Heroes of Our Victory’ প্রতিপাদ্যে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠত হবে এ ক্রীড়ানুষ্ঠান।
এ উপলক্ষে সোমবার ( ২৩ ডিসেম্বর ২৪) জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস হাফ ম্যারাথন এর লোগো উন্মোচন অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন রামু সেনানিবাসের ২ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মো নুরুন নবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, মেরিন ড্রাইভ রোড ভাঙ্গার মুখ হতে ইনানী হোটেল বেওয়াচ পর্যন্ত মোট ২১ কিমি. সড়কপথের ম্যারাথনটি সকাল ৭ টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১১ টায়।এতে সাতজন বিদেশীসহ ৩০০জন পুরুষ ও নারী বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।
এ ছাড়া বিজয়ীদের অর্থ পুরস্কার ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে বলে তিনি জানান।
এ সময় সেনাবাহিনী কক্সবাজার এরিয়া সদর দপ্তরের এডমিন কর্ণেল আরিফুজ্জামান,পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিজামউদ্দিন আহমেদ,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সেনা কর্মকর্তা,বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরে বিজয় দিবস হাফ ম্যারাথন এর লোগো উন্মোচন করা হয়।