ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী, আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ মহেশখালী উপজেলা শ্রমিকদল।
দলীয় শৃঙ্খলা এবং নির্দেশনা মেনে দলের প্রার্থীকে জয়যুক্ত করে বিজয় নিশ্চিত করার জন্য এই ঐক্যবদ্ধতা বলে মন্তব্য করেন মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।
তিনি জানান, “ব্যক্তি নয় প্রতীক জিতলে জিতে যাবে দল। দলের সিদ্ধান্তে মহেশখালী উপজেলা শ্রমিকদল অটুট রয়েছে। তাই ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মহেশখালী উপজেলা শ্রমিক দল ঐক্যবদ্ধতার সাথে কাজ করবে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মহেশখালী উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে এই সিদ্ধান্তের কথা জানান। পরে নেতাকর্মীরা দিনব্যাপী গণসংযোগ করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেন।
বার্তা পরিবেশক 


















